অ্যাপশহর

মোবাইল, সুন্দরী ও এক তিমির কথা...

নরওয়ের হ্যামারফেস্ট হারবারে বন্ধুদের সঙ্গে নৌকাবিহারে গিয়ে এক মহিলার হাত থেকে হঠাত্‍ মোবাইল ফোনটি গভীর নীল সমুদ্রে পড়ে যায়। জলের ভিতর থেকে একটি সাদা রঙের তিমি মাছ ফোনটি মুখে করে নিয়ে এসে তাঁর হাতে তুলে দেয়। ভাবছেন রূপকথার গল্প বলা হচ্ছে।

EiSamay.Com 10 May 2019, 3:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এ দৃশ্য চাক্ষুস করা সত্যিই ভাগ্যের ব্যাপার। নরওয়ের হ্যামারফেস্ট হারবারে বন্ধুদের সঙ্গে নৌকাবিহারে গিয়ে এক মহিলার হাত থেকে হঠাত্‍ মোবাইল ফোনটি গভীর নীল সমুদ্রে পড়ে যায়। মোবাইল ফিরে পাওয়া দূর, মোবাইলের ভিতর রেখে দেওয়া তথ্যগুলি কোথা থেকে পাবেন, সেটিই ভেবে পাচ্ছিলেন না ওই মহিলা। কিন্তু জলের ভিতর থেকে একটি সাদা রঙের তিমি মাছ ফোনটি মুখে করে নিয়ে এসে তাঁর হাতে তুলে দেয়। ভাবছেন রূপকথার গল্প বলা হচ্ছে। বিশ্বাস না হলে ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োটি দেখুন...
EiSamay.Com logowhale


View this post on Instagram when animals are kinder than humans 💖🐳 #beluga #whale This video is being represented by LADbible Group. To use or license this video please email licensing@ladbiblegroup.com A post shared by ISA OPDAHL LARSSON | 21 (@isa.opdahl) on May 5, 2019 at 9:20am PDT

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি বেলুগা তিমি সমুদ্রের জলের ভিতর থেকে মোবাইল মুখে করে নিয়ে আসছে। ভদ্রমহিলা তাঁর ফোনটি তিমির মুখ থেকে তুলে নিচ্ছেন। এমন দৃশ্য সত্যিই অবিশ্বাস্য।এই ভিডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। তবে সন্দেহ করা হচ্ছে, এই লুপ্তপ্রায় তিমিটি আসলে রাশিয়ার গুপ্তচর। তবে তিমিটি আগে কী ছিল, সেই নিয়ে মাথাব্যাথা নেই কারোর। তার কর্মকাণ্ড এখন নেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল