অ্যাপশহর

কোনও কিডন্যাপিং-এর ঘটনা ঘটেনি, কাবুলে সুরক্ষিত ভারতীয়রা: রিপোর্ট

কাবুলে ভারতীয় নাগরিকদের অপহরণ করা হয়নি বলে জানাচ্ছে স্থানীয় মিডিয়া রিপোর্ট। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি। কাবুলে সমস্ত ভারতীয়রা সুরক্ষিত বলে জানানো হয়েছে।

EiSamay.Com 21 Aug 2021, 2:34 pm

হাইলাইটস

  • তালিবানদের তরফে ১৫০ জনকে অপহরণ করার রিপোর্টকে অস্বীকার করা হয়েছে
  • স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, যাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের ফের কাবুল এয়ারপোর্টে পাঠানো হয়েছে
  • পরে জানানো হয় তাঁদের ডকুমেন্টস পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছিল
কাবুলিওয়ালাকে বিয়ে করে সংসার কাবুলে
এই সময় ডিজিটাল ডেস্ক: কাবুলে ভারতীয়দের কোনও অপহরণের ঘটনা ঘটেনি বলে জানাল সংবাদ সংস্থা। তালিবানদের তরফেও কাবুল বিমান বন্দর থেকে ১৫০ জনকে অপহরণ করার রিপোর্টকে অস্বীকার করা হয়েছে। সংবাদ সংস্থা টুইট করে জানিয়েছে, কোনও কিডন্যাপিংয়ের ঘটনা ঘটেনি। কাবুলে সমস্ত ভারতীয়রা সুরক্ষিত বলে জানানো হয়েছে।
কাবুল বিমানবন্দরের সামনে থেকে যাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের তথ্য যাচাই করা হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, যাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের ফের কাবুল এয়ারপোর্টে পাঠানো হয়েছে বলে দাবি।

তাঁদের জিজ্ঞাসাবাদ ও ডকুমেন্টস পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। শীঘ্রই তাঁদের এয়ারলিফট করা হবে বলে জানানো হয়েছে।

ছাড়ব না অধিকার, আফগান নারীর স্লোগানে মুখর রাজপথ
শনিবার ভারতীয় বায়ুসেনার C-130J বিমান ৮৫ জন আটকে পড়া ভারতীয় নাগরিককে নিয়ে রওনা হতেই এই 'কিডন্যাপিং' এর খবর ছড়ায়। বেশ কয়েকটি আফগান মিডিয়া রিপোর্ট দাবি করে, কিডন্যাপ করা হয়েছে ১৫০ জনকে যদিও সঙ্গে সঙ্গে তালিবান জানায়, এমন কোনও ঘটনা ঘটেনি।


সংবাদ সংস্থা দাবি করা হয়, এই ব্যক্তিরা কাবুল ছাড়ার অপেক্ষায় ছিলেন। সে সময়ই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। পরে জানানো হয় তাঁদের ডকুমেন্টস পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছিল।

উল্লেখ্য দলে দলে কাবুল ছাড়ছেন বিদেশি নাগরিকেরা। উপায় পেলে দেশ ছাড়ছেন আফগান নাগরিকরাও। শনিবার সকালেই ভারতীয় বায়ুসেনার C-130J বিমানটি ৮৫ জন আটকে পড়া ভারতীয়দের নিয়ে কাবুল থেকে ভারতের উদ্দেশে রওনা দেয়। কাবুলের দূতাবাসে কর্মরত আধিকারিকদের ফিরিয়ে আনা হলেও এখনও অনেক নাগরিক আটকে রয়েছেন। এই মুহূর্তে কাবুল বিমানবন্দরে যেটুকু নিরাপত্তা বজায় রয়েছে, তা রয়েছে মার্কিন সেনার হাতেই।

'সব খাচ্ছে ওরা, এখন আমরা খাব কী?'
কাবুলে থাকা ভারতীয়দের কাছে কাবুল বিমানবন্দরে পৌঁছনোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন গোটা কাবুলের রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে তালিবান। আফগানিস্তানে পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে খারাপতর হচ্ছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল