অ্যাপশহর

সাড়ে এগারো হাজার ফুট গভীর খাদের ধারে ঝুলছে গাড়ি, পাগলামির ছবি ভাইরাল

ছবিটা দেখলেও আপনার তলপেট নিঃসন্দেহে সুড়সুড় করবে। যাঁদের উচ্চতা নিয়ে সমস্যা আছে তাঁদের তো করবেই। আর ছবিতে দাঁড়ানো যুবক গাড়ির পাশে পোজ দিয়ে ছবি তুলেছেন!

EiSamay.Com 26 Jul 2016, 4:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ছবিটা দেখলেও আপনার তলপেট নিঃসন্দেহে সুড়সুড় করবে। যাঁদের উচ্চতা নিয়ে সমস্যা আছে তাঁদের তো করবেই। আর ছবিতে দাঁড়ানো যুবক গাড়ির পাশে পোজ দিয়ে ছবি তুলেছেন! তবে গাড়িটি সাড়ে তিন হাজার মিটার উঁচু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ছিল। তাতেও সমস্যা নেই। যে ভাবে গাড়িটি দাঁড় করানো হয়েছিল তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত।
EiSamay.Com reckless saudi man stops car on edge of 3500 metre mountain
সাড়ে এগারো হাজার ফুট গভীর খাদের ধারে ঝুলছে গাড়ি, পাগলামির ছবি ভাইরাল


সম্প্রতি এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। আর তাতেই হইচই পড়ে গিয়েছে সৌদি আরবে। ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের ঢালু কিনারায় অত্যন্ত বিপজ্জনক ভাবে গাড়িটি দাঁড় করিয়ে নীচে তাকিয়ে দেখছেন সৌদি পোশাক পরা এক যুবক। পাহাড়ের খানিকটা নীচ থেকে ছবিটি তোলা হয়েছে। পরে ছবি-সহ ঘটনাটি আরবের অন্যতম বহুল প্রচারিত খবরের কাগজ আজেল-এ প্রকাশিত হয়।

সেখানে রীতিমতো তরুণদের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যাতে তাঁরা এ ধরনের কোনও কাজ না করেন। এর আগেও এমন বিপজ্জনক স্টান্টের ছবি পোস্ট করার পর সৌদি আরবে দাবি তোলা হয়, এমন কাজ যাঁরা করবেন তাঁদের হয় গ্রেপ্তার করে জেলে পোড়া উচিত। নয়তো সেনাবাহিনীতে ভর্তি করে নেওয়া হোক। তবে ছবি নিয় অনেকের বিরুদ্ধ মতও রয়েছে। অনেকেই ছবিটিকে ফোটোশপ করে বানানো বলেছেন। অনেকের মতে ক্যামেরার অ্যাঙ্গেল এমন ভাবে রাখা হয়েছিল যাতে কাজটি এমন বিপজ্জনক দেখতে লেগেছে। বাস্তবে তেমনটা হয়নি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল