অ্যাপশহর

সম্মানরক্ষায় খুনে পাকিস্তানে আইন বদলের পদক্ষেপ

তাঁর একের পর এক সাহসী ফেসবুক পোস্ট রক্ষণশীল ইসলামি সমাজে আলোড়ন ফেলেছিল৷ এ বার তাঁর মৃত্যু বদলে দিতে চলেছে দেশের আইন৷ ইঙ্গিত অন্তত তেমনই৷

EiSamay.Com 24 Jul 2016, 3:34 pm
ইসলামাবাদ: তাঁর একের পর এক সাহসী ফেসবুক পোস্ট রক্ষণশীল ইসলামি সমাজে আলোড়ন ফেলেছিল৷ এ বার তাঁর মৃত্যু বদলে দিতে চলেছে দেশের আইন৷ ইঙ্গিত অন্তত তেমনই৷ সম্মানরক্ষায় খুনের বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত আইন পাশ করানোর পরিকল্পনা করছে পাকিস্তানের শাসকদল ‘পাকিস্তান মুসলিম লিগ’৷
EiSamay.Com psk law may be channged for honour killing
সম্মানরক্ষায় খুনে পাকিস্তানে আইন বদলের পদক্ষেপ


পাক অভিনেত্রী কান্দিল বালোচের হত্যার ঘটনার প্রেক্ষিতেই এই আইন আনার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম৷ শরিফ-কন্যা মরিয়ম পাক শাসকদলের যথেষ্ট প্রভাবশালী নেত্রী৷ তিনি জানিয়েছেন, বিলটি প্রথমে পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হবে৷ সেখানের ছাড়পত্র পেলে দু’সপ্তাহের মধ্যেই সেটিকে পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে পেশ করা হবে৷ সেখানে ভোটে বিলটি পাশ হয়ে যাবে বলে আশাবাদী শরিফ সরকার৷ সন্তাহখানেক আগে পাক মডেল কান্দিলকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে৷ পুলিশের হাতে ধৃত সেই ভাই স্বীকারও করেছে, দিদির খোলামেলা ছবি পোস্ট করা মোটেই পছন্দ করত না সে৷ পরিবারের সম্মানরক্ষার খাতিরেই দিদিকে খুন করেছে সে৷ এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে৷ কান্দিলের মা-বাবাও তাঁর ছেলেকে ক্ষমা করতে রাজি নন৷ তাঁরাও‘খুনি’ ছেলের শাস্তি চান৷

এই পরিস্থিতিতে পাকিস্তানে আইন বদলের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ৷ বিশেষ করে পাকিস্তানে এ ধরনের সম্মানরক্ষায় খুনের ঘটনায় পরিবারের সদস্যরা চাইলে খুনিকে ক্ষমা করে দিতে পারেন৷ সেক্ষেত্রে খুনির সাজা হয় না৷ আর সেই ফাঁক গলেই অধিকাংশ খুনি ছাড়া পেয়ে যায়৷ নতুন আইনে এই ফাঁকটাই বন্ধ করতে চাইছেন মরিয়মরা৷ পাকিস্তানে প্রতি বছর কমপক্ষে ৫০০ মহিলাকে পরিবারের সম্মানরক্ষার অজুহাতে খুন করা হয়৷ মরিয়মের কথায়,‘পালিয়ে বিয়ে, রক্ষণশীলতায় আঘাত --- এ রকম একাধিক কারণে প্রতি বছর অসংখ্য মহিলা খুন হন৷ এ বার আলোচনার ভিত্তিতেই নয়া আইনের খসড়া তৈরি করেছি আমরা৷ চূড়ান্ত খসড়া পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে পেশ করা হবে৷’পার্লামেন্টের ধর্মীয় দলগুলিও নয়া বিল সমর্থনের কথা জানিয়েছে, কিন্ত্ত তা নিয়ে কিছুটা ধন্দ থাকছেই৷

কারণ, এত দিন পর্যন্ত মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কিত প্রতিটি বিলের বিরোধিতা জানিয়েছে এই ধর্মীয় দলগুলি৷ এর আগেও ২০১৪ সালে আইন পরিবর্তনের বিলটি পার্লামেন্টে পেশ হয়েছিল৷ সেক্ষেত্রে উচ্চকক্ষে বিলটি পাশ হলেও অন্যান্য বিলের ভিড়ে নিম্নকক্ষে বিলটি পেশ করাই যায়নি৷ তখন ধর্মীয় দলগুলির দাবি ছিল, নয়া আইনে পরিবারের ক্ষমা করে দেওয়ার অধিকার পুরোপুরি তুলে নেওয়া চলবে না৷ তাঁদের দাবি, সম্মানরক্ষায় খুন অবশ্যই অপরাধ, কিন্ত্ত ইসলামি আইন বলে নিহতের পরিবারের ক্ষমা করার অধিকার রয়েছে৷ আর তাই সেটা প্রত্যাহার করা যাবে না৷ সেক্ষেত্রে ধর্মীয় দলগুলি নতুন আইন আদৌ মানবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই৷

তবে, শরিফের দল বিলটি পাশ করানোর ব্যাপারে আশাবাদী৷ শরিফের ঘনিষ্ঠ এক সহযোগী জানিয়েছেন, সব দলই বিলটি সমর্থন করছে৷ তা ছাড়া বিলটি যাতে পাশ হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগত উত্সাহ দেখাচ্ছেন৷ প্রসঙ্গত, কান্দিল হত্যাকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করে সরকারের তরফে অভিযোগ দায়ের হয়েছে৷ ফলে তাঁর পরিবার চাইলেও ছেলেকে ক্ষমা করে দেওয়ার কথা বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে পারবেন না৷ এই পদক্ষেপেই স্পষ্ট, কান্দিলের হত্যাকে হাতিয়ার করে বড়সড় পরিবর্তন আনতে বদ্ধপরিকর শরিফ সরকার৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল