অ্যাপশহর

যুদ্ধ নয়, শান্তি চাই! নেতার বুটে চুম্বন করে আর্জি পোপের

যুদ্ধ নয়, শান্তি চাই! ভ্যাটিকান শহরের পোপকে নেতাদের এই বার্তা দিতে গিয়ে কিছুটা কাকুতি-মিনতিই করতে হল। আর তাঁর বলার ধরনে ছিল চূড়ান্ত নাটকীয়তা। দক্ষিণ সুদানের নেতাদের পায়ে রীতিমতো চুম্বন করে যুদ্ধ না বাঁধানোর আর্জি জানালেন।

EiSamay.Com 12 Apr 2019, 8:44 pm

হাইলাইটস

  • যুদ্ধ নয়, শান্তি চাই! বার্তা পোপের।
  • রীতিমতো নেতার পায়ে চুম্বন করতে হল ৮২ বছরের পোপকে।
  • বিগত কয়েক মাস ধরে পোপের পায়ে চূড়ান্ত ব্যথা।
EiSamay.Com Pope-Main
পায়ে চুম্বন করে শান্তি জারি রাখার আর্জি পোপের।
এই সময় ডিজিটাল ডেস্ক: যুদ্ধ নয় শান্তি চাই! ভ্যাটিকান শহরের পোপকে নেতাদের এই বার্তা দিতে গিয়ে কিছুটা কাকুতি-মিনতিই করতে হল। আর তাঁর বলার ধরনে ছিল চূড়ান্ত নাটকীয়তা। দক্ষিণ সুদানের নেতাদের পায়ে রীতিমতো চুম্বন করে যুদ্ধ না বাঁধানোর আর্জি জানালেন।
প্রেসিডেন্ট সালভা কীর, প্রতিবাদী নেতা রিয়েক মাচার এবং তিনজন আরও ভাইস প্রেসিডেন্টের কাছে সম্প্রীতির বার্তা নিয়ে তিনি আগেই হাজির হয়েছিলেন।

পোপ ফ্রান্সিসের কথায়, "একজন ভাই হিসেবে আপনার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি। মন থেকে বলছি, সামনের দিকে তাকাতে। জীবনে সমস্যা থাকবেই। সেই সব সমস্যার বেড়াজাল কাটিয়ে সবাই দয়া করে সামনের দিকে তাকান।"

৮২ বছর বয়সী পোপের এ হেন কার্যকলাপে চমকে যান নেতারা। কিছু দিন ধরেই তিনি পায়ের নানান সমস্যায় ভুগছিলেন। ফলে ওই নেতার পায়ে চুম্বন করতেও তাঁর যথেষ্ট সমস্যা হয়। তা-ও যুদ্ধ থামাতে তিনি বদ্ধপরিকর। পায়ের ব্যথা দূরে সরিয়ে নেতার বুটে চুম্বন করলেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল