অ্যাপশহর

WOW: এটাই বিশ্বের সবচেয়ে দামি হিরে! চোখ ঝলসে যায়

৫৯.৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হিরেটি পাওয়া যায় ১৯৯৯ সালে আফ্রিকায়।

EiSamay.Com 4 Apr 2017, 10:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রিটিশদের লুঠ করা কোহিনূরের মায়া প্রায় ত্যাগ করেছে ভারত। তা বলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি হিরেটার সঙ্গে পরিচয় করতে তো দোষ নেই। বিশাল সাইজের এই গোলাপী হিরেটির নিলামে দাম উঠল ৭.১২ কোটি মার্কিন ডলার। মঙ্গলবার হংকংয়ে বিক্রি হল এই হিরে।
EiSamay.Com pink star diamond becomes the worlds most expensive jewel
WOW: এটাই বিশ্বের সবচেয়ে দামি হিরে! চোখ ঝলসে যায়


সম্প্রতি হংকংয়ের একটি গয়নার দোকান হিরেটি কিনেছে। নিলামে পিঙ্ক স্টার নামক এই হিরেটির দাম ছাড়িয়ে যায় জেনিভায় বিক্রি হওয়া নীল হিরের দামকেও। জেনিভায় ক্রিস্টির নিলামে ব্লু ডায়মন্ডের দাম উঠেছিল ৫.৭৫ কোটি মার্কিন ডলার। পিঙ্ক স্টার নিলামের সময় সর্বোচ্চ দাম হাঁকে নিউ ইয়র্কের হিরে সংস্থা উল্ফ অ্যান্ড আ গ্রুপ অফ ইনভেস্টরস। কিন্তু হংকংয়ের ওই গয়না বিক্রেতা সেই দামকেও ছাড়িয়ে ৭.১২ কোটি মার্কিন ডলার হাঁকে।

৫৯.৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হিরেটি পাওয়া যায় ১৯৯৯ সালে আফ্রিকায়। কাঁচা হিরে খণ্ডটি ছিল ১৩২.৫ ক্যারেটের। দু'বছর ধরে হিরেটি কাটা হয়।

# Pink diamond known as the Pink Star sold for a record-breaking £57million
#The dazzling 59.60-carat gem was snapped up by a Hong Kong jewellery retailer
#Comes just three years after another multi-million deal for the gem fell through

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল