অ্যাপশহর

এখনই ফাঁসি হোক কুলভূষণের, আবেদন পাক সুপ্রিম কোর্টে

যত তাড়াতাড়ি সম্ভব কুলভূষণ যাদবের ফাঁসির নির্দেশ কার্যকর করতে আবেদন জমা পড়ল পাকিস্তানের সুপ্রিম কোর্টে। আন্তর্জাতিক আদালতে কুলভূষণের ফাঁসির নির্দেশ খারিজ না হয়ে গেলে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে যেন তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়

EiSamay.Com 28 May 2017, 1:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যত তাড়াতাড়ি সম্ভব কুলভূষণ যাদবের ফাঁসির নির্দেশ কার্যকর করতে আবেদন জমা পড়ল পাকিস্তানের সুপ্রিম কোর্টে। আন্তর্জাতিক আদালতে কুলভূষণের ফাঁসির নির্দেশ খারিজ না হয়ে গেলে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে যেন তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সে বিষয়ে পাকিস্তানের শীর্ষ আদালতে আবেদন করলেন মুজামিল আলি নামে এই আইনজীবী। পাক পত্রিকা দ্য ডন-এ এই খবর প্রকাশিত হয়েছে।
EiSamay.Com petition in pakistan supreme court seeks immediate execution of kulbhushan jadhav
এখনই ফাঁসি হোক কুলভূষণের, আবেদন পাক সুপ্রিম কোর্টে


পাকিস্তানের বিরোধী দল পিপিপি-র নেতা, প্রাক্তন সেনেট চেয়ারম্যান এবং আইনজীবী ফারুক নায়েকের মাধ্যমে পাক সুপ্রিম কোর্টে এই আবেদন করেছেন মুজামিল। সুপ্রিম কোর্ট যেন এই বিষয়ে পাক সরকারকে নির্দেশ দেয়, তা নিশ্চিত করতেই মুজামিলের এই আবেদন। বালোচিস্তান প্রদেশ থেকে গত ৩ মার্চ ভারতের প্রাক্তন নেভি অফিসার কুলভূষণ যাদবকে পাক বাহিনী গ্রেপ্তার করে বলে দাবি। ৪৬ বছরের কুলভূষণের বিরুদ্ধে সে দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে পাকিস্তানের অভিযোগ। পাকিস্তানের সেনা আদালতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফাঁসির ওপর স্থগিতাদেশ দিয়েছে।

আবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের নাগরিকদের সন্ত্রাশ ও নাশকতামূলক কাজকর্মের হাত থেকে নিজেদের রক্ষা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেই অধিকারেই কুলভূষণের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানানো হয়েছে।


খবরটি ইংরাজিতে পড়ুন।


# A Pakistan military court had awarded the death sentence to Jadhav for espionage and subversive activities.

# The ICJ has stayed Jadhav's execution till the time the case pending with it reached its logical end.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল