অ্যাপশহর

আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তান, অল্পের জন্য বাঁচলেন ইমরান খান

অল্পের জন্য আত্মঘাতী জঙ্গি হামলার হাত থেকে রক্ষা পেলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান-সহ তাঁর দলের কয়েক জন বর্ষীয়ান নেতা।

EiSamay.Com 15 Feb 2017, 8:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য আত্মঘাতী জঙ্গি হামলার হাত থেকে রক্ষা পেলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান-সহ তাঁর দলের কয়েক জন বর্ষীয়ান নেতা। বুধবার পেশোয়ারে ওই আত্মঘাতী হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন বলে খবর। আহত আরও ১৮ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
EiSamay.Com peshawar two killed in suicide bombing shortly before imran khans visit
আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তান, অল্পের জন্য বাঁচলেন ইমরান খান


পাকিস্তানের 'ডন নিউজ' সূত্রে খবর, এদিন পেশোয়ারে হায়াতাবাদ মেডিক্যাল কমপ্লেক্সে আউট পেশেন্ট ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল ইমরান খানের। তার কিছুক্ষণ আগেই হায়াতাবাদে এই আত্মঘাতী হামলা হয়।

পুলিশ সূত্রে খবর, একটি মোটরসাইকেলে ছিল ওই সুইসাইড বোম্বার। সরকারি গাড়ির সামনে গিয়ে বিস্ফোরণ ঘটায়। কারা এই হামলা চালিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। কোনও জঙ্গি সংগঠনই এখনও হামলার দায় স্বীকার করেনি।

বুধবার পাকিস্তানে আরও দুটি জঙ্গি হামলা হয়েছে। উত্তরপশ্চিমের উপজাতি অঞ্চলে তালিবানি হামলায় মারা গিয়েছেন ৬ জন। নিহতদের মধ্যে ৪ জনই নিরাপত্তা বাহিনীর কর্মী। অন্যটি হয়েছে মোসাল কোরে।

দুদিন আগেই লাহোরে পঞ্জাব বিধানসভার সামনে নিষিদ্ধ পাকিস্তান তেহরিক-ই-তালিবানের শাখা জামাত-উল-আহরার আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল