অ্যাপশহর

বন্ধ হওয়ার মুখে বহু ছোট-মাঝারি সংস্থা, অর্থনীতিক সংকটে দিশাহারা চিন

চিনের অর্থনীতি নিয়ে উদ্বেগের বার্তা দিল সে দেশের কেন্দ্রীয় ব্যাংক। পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে।

Reuters 29 Jun 2020, 5:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা মহামারী বিশ্বের অর্থনীতিকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে মন্দার করাল গ্রাসে নানা দেশ। যার ফলশ্রুতিতে চাহিদা তলানিতে এসে ঠেকেছে। বিশ্বজোড়া এই মন্দারর ফলে খাদের কিনারায় চিনের অর্থনীতি। ফলে আর্থিক বৃদ্ধি এখনও চ্যালেঞ্জের সম্মুখীন বলে রবিবার স্বীকার করে নিল সে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
EiSamay.Com peoples bank of china said said that chinese economy faces risks due to covid 19 pandemic
বন্ধ হওয়ার মুখে বহু ছোট-মাঝারি সংস্থা, অর্থনীতিক সংকটে দিশাহারা চিন


এ দিন পিপলস ব্যাংক অফ চায়না-র (PBOC) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফের খুলতে শুরু করায় পরিস্থিতি উন্নতির সবুজ রেখা দেখা গেলেও দেশের অর্থনীতির সামনে বিপদ এখনও কাটেনি। ফলে বৃদ্ধির হার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে চাহিদার অভাবে চিনের বিভিন্ন শিল্প সংস্থা যে মুখ থুবড়ে পড়ার মুখে, তার প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া গিয়েছে PBOC-র ওই বিবৃতিতে। যে কারণে ঘরোয়া বাজারে চাহিদা সৃষ্টির মাধ্যমে এই বিপদ এড়ানোর উপরে বিশেষ জোর দিয়েছে সে দেশের কমিউনিস্ট শাসকরা। পাশাপাশি, বিভিন্ন শিল্প সংস্থাকে হাত ধরে টেনে তুলতে ভবিষ্যতে কী কী পদক্ষেপ করা হতে পারে, তার ফিরস্তিও ঘোষণা করেছে চিনের কেন্দ্রীয় ব্যাংক।

গত ২৪ জুন পিপলস ব্যাংক অফ চায়না-র অর্থ বিষয়ক নীতি নির্ধারক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের তরফে এদিন একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, সংস্কারের সমস্ত সম্ভাবনার পথ খুলে দিতে আগামীদিনে সুদের হার আরও কমানো হতে পারে। চলতি মন্দায় সবথেকে বেশি বিপদের মধ্যে পড়েছে চিনের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলি। এই সমস্ত সংস্থার জন্য আর্থিক সঞ্জিবনী দেওয়ার বিষয়টিও ভেবে দেখা হতে পারে বলে আশ্বস্ত করা হয়েছে।

গত এপ্রিল মাসে প্রকাশিত চিনের অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রত্যাশার থেকেও খারাপ হয়েছিল। সেই বার সে দেশে জিডিপি বৃদ্ধির হার ৬.৮ শতাংশ সংকুচিত হয়েছে বলে সরকারিভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল। গত প্রায় তিন দশকের মধ্যে যা ছিল রেকর্ড। ছোট সংস্থাগুলোর দেউলিয়া হয়ে যায়। সেই দুর্যোগ যে এখনও কাটেনি, তার ইঙ্গিত এই কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতি বলে মত পর্যবেক্ষক মহলের।

আরও পড়ুন: কারণ চিনা বিনিয়োগ, কোম্পানির টি-শার্ট ছিঁড়ে পোড়াল বেহালার Zomato কর্মীরা

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল