অ্যাপশহর

ভারতে নজরদারি চালাতে মহাকাশ গবেষণায় নয়া কর্মসূচি পাকিস্তানের

মহাকাশ গবেষণায় ৪.৭০ বিলিয়ন অর্থ বরাদ্দ করেছে পাক সরকার।

EiSamay.Com 1 May 2018, 2:43 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের ওপর নজরদারি চালাতে মহাকাশ গবেষণায় বিশেষ জোর দিচ্ছে পাকিস্তান। আগামী আর্থিক বছর থেকে এক্ষেত্রে নতুন তিনটি কর্মসূচি নিয়েছে তারা। পাক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
EiSamay.Com pak


বর্তমানে প্রতিরক্ষা এবং অসামরিক ক্ষেত্রে মার্কিন এবং ফরাসি উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের ওপর সবথেকে বেশি নির্ভর করতে হয় পাকিস্তানকে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। এই প্রেক্ষাপটে উপগ্রহ তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমিয়ে আনার ওপর জোর দিচ্ছে ইসলামাবাদ।

পাকিস্তানে মহাকাশ গবেষণার মূল দায়িত্বে আছে 'স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ অর্গানাইজেশন' (Suparco)। ২০১৮-১৯ অর্থবর্ষে Suparco-র জন্য ভারতীয় মুদ্রায় ৪.৭০ বিলিয়ন অর্থ বরাদ্দ করেছে পাক সরকার। এর মধ্যে ₹২.৫৫ বিলিয়ন অর্থ বরাদ্দ করা হয়েছে নতুন ৩টি প্রকল্পের জন্য।

মহাকাশ গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতোমধ্যেই করাচি, লাহর এবং ইসলামাবাদে নতুন গবেষণা কেন্দ্র তৈরির কাজে হাত দিয়েছে পাকিস্তান। এজন্য ভারতীয় মুদ্রায় ₹১০০ কোটি বরাদ্দও করেছে সেদেশের সরকার। এছাড়া মহাকাশ প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত নানা কর্মসূচি নিচ্ছে Suparco।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল