অ্যাপশহর

পাক তালিবান প্রধানের ছেলেকেও নিকেশ করল আমেরিকা

ফগানিস্তানের কুনারে মার্কিন ড্রোন হামালায় মুল্লাহ ফজলুল্লাহের ছেলের মৃত্যু হয়েছে।

EiSamay.Com 8 Mar 2018, 9:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের কমপক্ষে ২০ সদস্য নিহত হয়েছে। নিহতদের তালিকায় সন্ত্রাসবাদী সংগঠনটির প্রধান মুল্লাহ ফজলুল্লাহের ছেলের নামও রয়েছে।
EiSamay.Com pakistan taliban chiefs son killed in us drone strike
পাক তালিবান প্রধানের ছেলেকেও নিকেশ করল আমেরিকা


পাক তালিবানের তরফে খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, আফগানিস্তানের কুনারে মার্কিন ড্রোন হামালায় মুল্লাহ ফজলুল্লাহের ছেলের মৃত্যু হয়েছে।

তালিবানের দাবি, আফগান গোয়েন্দারাই আমেরিকাকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর দিয়েছিল। তার ভিত্তিতেই আমেরিকা ড্রোন হামলা চালায়।

প্রসঙ্গত, গত মাসেই মার্কিন ড্রোন হামলায় পাক তালিবানের উপ-প্রধান খালিদ মেহসুদ নিহত হয়েছেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল