অ্যাপশহর

পাকিস্তান কাশ্মীর ছাড়, রাষ্ট্রসংঘে কড়া বার্তা ভারতের

Pakistan News: পাক অধিকৃত কাশ্মীর থেকে সরে যাক পাকিস্তান। বুধবার নিরাপত্তা পরিষদে কড়া বার্তা ভারতের। ভারতে সন্ত্রাসবাদের মাদক দেওয়ার জন্য পাকিস্তানকে ফের কাঠগড়ায় তোলে নয়াদিল্লি।

EiSamay.Com 26 Jan 2022, 1:28 pm

হাইলাইটস

  • কাশ্মীর থেকে সরে যাক পাকিস্তান।
  • রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে এমন কড়া সুরেই পাকিস্তানকে আক্রমণ ভারতের।
  • মুম্বই হামলা নিয়েও পাকিস্তানকে কাঠগড়ায় তোলে নয়াদিল্লি।
EiSamay.Com UNO India
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ
এইসময় ডিজিটাল ডেস্ক: জম্বু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। বেআইনিভাবে কাশ্মীরের কিছুটা অংশ দখল করে রয়েছে পাকিস্তান।তাঁদের উচিত দ্রুত পাক অধিকৃত কাশ্মীর থেকে সরে যাওয়া। বুধবার রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে এমন কড়া সুরেই পাকিস্তানকে আক্রমণ ভারতের।
বুধবার ভারতের হয়ে রাষ্ট্রসঙ্ঘে প্রতিনিধিত্ব করেছেন আর.মধুসূদন। এদিন সরাসরি পাকিস্তানকে তোপ দাগের তিনি।স্পষ্ট বলেন, "গোটা জম্বু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ নয়। অনৈতিক ও অবৈধ ভাবে কাশ্মীরের একটা অংশ দখল করে রয়েছে পাকিস্তান। যা 'পিওকে' নামে পরিচিত। অবৈধভাবে অধিকৃত সেই এলাকা খালি করার জন্য পাকিস্তানকে আহ্বান জানাচ্ছে ভারত।"

ভারতীয় প্রতিনিধির এই মন্তব্যে পালটা সুর শোনা যায় পাক প্রতিনিধি মুনির আক্রমের গলায়। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলেন ভারতের বিরুদ্ধে। মুনির বলেন, " পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের মদত দিচ্ছে ভারত।"
পুতিন সমালোচক নাভালনিকে জঙ্গি তকমা রুশ সরকারের
পাকিস্তানের এই মন্তব্যের প্রেক্ষিতে মধুসূদন বলেন, "নিজের দেশে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিতে ইতিহাস প্রতিষ্ঠা করেছে পাকিস্তান। সন্ত্রাসী মদত, অর্থায়ন সমস্ত কিছুই পাকিস্তান করে এসেছে। পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। এই কথা আজ স্বীকৃত।"

প্রসঙ্গত,১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর কাশ্মীর সমস্যার সূত্রপাত। তৎকালীন রাজা হরি সিং-এর দুর্বলতার সুযোগে ওই অংশের অবৈধভাবে দখল নেয় পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান স্কর্দু উপত্যকার মতো এলাকাগুলিতে অধিকার কায়েম করে ইসলামাবাদ। তারপর বহু দশক পেরিয়েছে। একাধিক যুদ্ধ হয়েছে দুই প্রতিবেশীর । তবুও ওই অঞ্চল থেকে সেনা অপসারণ করে নি পাকিস্তান। মোদি সরকার ক্ষমতায় আসার পর কাশ্মীর ও 'পিওকে' নিয়ে তৎপরতা বাড়ায় কেন্দ্র। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পাক অধিকৃত কাশ্মীরকে ব্যবহার করছে পাকিস্তান। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এভাবে ইসলামাবাদকে আক্রমণ করেছে নয়াদিল্লি।
‘ক্ষমতাচ্যুত করার চেষ্টা করলে ভয়ংকর হয়ে উঠব’, বিরোধীদের হুঁশিয়ারি ইমরানের
বুধবার নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের মুম্বাই হামলা নিয়ে প্রশ্ন তোলে ভারত। ২০০৮ সালে মুম্বাই হামলা অভিযুক্তদের এখনও বিচার হয়নি। রীতিমতো সুখেই পাকিস্তানে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করে ভারত।
ট্রাম্পের পথেই বাইডেন! সাংবাদিককে অশ্লীল গালিগালাজ মার্কিন প্রেসিডেন্টের!!
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেল সহ একাধিক জায়গায় হামলা চালায় পাক জঙ্গিরা। তিন দিন ধরে চলা অপারেশনে শেষ পর্যন্ত হোটেলে বন্দী সাধারণ মানুষকে উদ্ধার করে এনএসজি। ধরা পড়ে আজমল কাসভ। ভারতে বিচারপ্রক্রিয়া চলার পর ফাঁসি হয় তাঁর।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল