অ্যাপশহর

হিন্দু দেব-দেবীর নামে কুকথা বলতে বাধ্য করায় পাকিস্তানে গ্রেফতার ১

Viral Video: হিন্দু দেবদেবীদের নামে অবমাননাকর মন্তব্য করতে বাধ্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পাকিস্তান(Pakistan) পুলিশ। বিষয়টি ঠিক কী, জেনে নিন বিস্তারিত…

EiSamay.Com 29 Jul 2021, 9:22 am

হাইলাইটস

  • হিন্দু ব্যক্তির উপর অত্যাচার, অভিযুক্তকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ।
  • কিছুদিন আগেই একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক পাকিস্তানী হিন্দু যুবকের উপর অত্যাচার চালাচ্ছে এক ব্যক্তি।
  • গ্রেফতার করা হয়েছে তাকে।


EiSamay.Com pak
ফাইল ফটো
এই সময় ডিজিটাল ডেস্ক: হিন্দু ব্যক্তির উপর অত্যাচার, অভিযুক্তকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ।
কিছুদিন আগেই একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক পাকিস্তানী হিন্দু যুবকের উপর অত্যাচার চালাচ্ছে এক ব্যক্তি। হিন্দু দেবদেবীর নামে কুকথা বলার জন্য তাঁকে বাধ্য করা হচ্ছে। ছেলেটি ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনুতি করলেও রেহাই পাওয়া যায়নি। এমনকী, তাঁকে 'আল্লাহু আকবর' বলতেও বাধ্য করা হয়। পরে ওই ব্যক্তিটির নাম জানা যায় আব্দুল সালাম। সম্প্রতি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাকে।

জানা গিয়েছে ওই ভিডিয়োটি গত সপ্তাহের বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এবং বৃহস্পতিবার সকালে তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ওই যুবক পাকিস্তানের থারপারকর এলাকার বাসিন্দা। তাঁর সমর্থনে এগিয়ে আসেন পাকিস্তানের এই এলাকার বাসিন্দারাও।

পাকিস্তানের থেকে 'আজাদি' চাইছে POK
অবিলম্বে দোষীর শাস্তি দাবি করেন তাঁরা। পাকিস্তানের থারপারকর এলাকায় ১.৬ মিলিয়ন বাসিন্দা বসবাস করেন , যাঁদের মধ্যে হিন্দু এবং মুসলিম ধর্মালম্বীদের সংখ্যা প্রায় সমান। এই জেলায় প্রত্যেকেই অত্যন্ত মিলে মিশে থাকেন এবং একে অপরের বিপদে ছুটে যান বলে দাবি পাক নেতাদের।

পাকিস্তান পুলিশের কথায়, এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করার সময় সে পালানোর চেষ্টা করে। কিন্তু বাজিন জেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মোবাইল লোকেশেনের মাধ্যমেই তার হদিশ পাওয়া সম্ভব হয়েছে বলে দাবি পাক পুলিশের।

ঋণের বোঝায় ডুববে ভারত! চিনা মুখপাত্রে বিতর্কিত ভবিষ্যৎবাণী
সূত্রের খবর, এই প্রথমবার নয়, এর আগেও হিন্দু দেবদেবীদের নিয়ে বিরূপ মনোভাব প্রকাশ করে একাধিক ভিডিয়ো পোস্ট করেছিল আবদুল। তার বিরুদ্ধে পাকিস্তানের আইন অনুযায়ী, 295A এবং 298 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল