অ্যাপশহর

কুলভূষণের ফাঁসিতে ICJ স্থগিতাদেশ দিতেই সেনাপ্রধানকে নিয়ে বৈঠক শরিফের

কুলভূষণ ইস্যুতে পাক সেনা প্রধানের সঙ্গে চলতি সপ্তাহেই শরিফের দু-বার বৈঠক তাত্‍‌পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

EiSamay.Com 10 May 2017, 7:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কুলভূষণ যাদবের ফাঁসি কার্যকরের ক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) মঙ্গলবার স্থগিতাদেশ জারি করার পরেই বিষয়টি নিয়ে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বুধবার জরুরি বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কুলভূষণ ইস্যুতে পাক সেনা প্রধানের সঙ্গে চলতি সপ্তাহেই শরিফের দু-বার বৈঠক তাত্‍‌পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
EiSamay.Com pakistan pmnawaz sharif meets his army chief bajwa after icj stay on kulbhushan jadhavs hanging
কুলভূষণের ফাঁসিতে ICJ স্থগিতাদেশ দিতেই সেনাপ্রধানকে নিয়ে বৈঠক শরিফের


জিও নিউজ সূত্রে খবর, আন্তর্জাতিক আদালতের নির্দেশে ঠিক কী বলা হয়েছে, পাক সেনাপ্রধানের কাছে তার বিস্তারিত জানান নওয়াজ শরিফ। সেইসঙ্গে পরবর্তী করণীয় সম্পর্কেও বিশদ আলোচনা হয়। সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এই বৈঠকের সময় ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (ISI)-এর ডিরেক্টর জেনারেল নভিদ মুক্তার ও অর্থমন্ত্রী ইশাক ডরও উপস্থিত ছিলেন। ছিলেন পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজও।

পরে সংবাদিকদের আজিজ বলেন, আন্তর্জাতিক আদালতে ভারতের পিটিশনটি আমরা ভালো করে খতিয়ে দেখছি। সেইসঙ্গে আন্তর্জাতিক আদালতের নির্দেশের খুঁটিনাটিও দেখা হচ্ছে।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ সংবাদিক বৈঠক করে বলেন, ভারতীয় 'গুপ্তচর' কুলভূষণের ফাঁসি ঠেকাতে ভারত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে। মূল উদ্দেশ্য যদিও, পাকিস্তানের মাটিতে ভারত যে সন্ত্রাসবাদে উস্কানি দিচ্ছে, সেদিক থেকে নজর ঘোরানো।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গত এক বছর ধরে পাক জেলে বন্দি রয়েছেন ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদব। সম্প্রতি পাক সামরিক আদালত গুপ্তচরবৃত্তির দায়ে তাঁকে ফাঁসির সাজা দেয়। সেই রায়ের বিরোধিতা করেই আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার রাতে ভারতের সেই আপিলের ভিত্তিতেই আন্তর্জাতিক আদালত কুলভূষণের মৃত্যদণ্ড কার্যকরের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল