অ্যাপশহর

সন্ত্রাস দমনের পরীক্ষায় পাস করতে অক্টোবর পর্যন্ত সময় পাকিস্তানকে

ফ্লোরিডার অরল্যান্ডে FATF-এর সদস্য দেশগুলির বৈঠকে পাকিস্তানকে শেষ সময়সীমা দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে গৃহীত হয়। আর আগে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল পাকিস্তানকে। সেই সময়ের মধ্যে বিশেষ কিছু না করায় ফের মে মাসের পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।

EiSamay.Com 22 Jun 2019, 1:40 pm

হাইলাইটস

  • এবার অক্টোবর পর্যন্ত শেষবারের জন্য় ডেডলাইন বাড়ানো হল।
  • এবারও সন্ত্রাস দমনে উপযুক্ত ব্যবস্থা নিতে না পারলে ব্ল্যাকলিস্টেড করা হবে পাকিস্তানকে।
এই সময় ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। তার মধ্যে উপযুক্ত পদক্ষেপ করতে না পারলে ইমরান খানের দেশকে কালো তালিকাভুক্ত করার যথেষ্ট সম্ভাবনা থাকছে। এর আগে সন্ত্রাস দমনে ব্যবস্থা নিতে পাকিস্তানকে দু-বার সময় দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই এই কাজে ব্যর্থ হয় পাকিস্তান।
ফ্লোরিডার অরল্যান্ডে FATF-এর সদস্য দেশগুলির বৈঠকে পাকিস্তানকে শেষ সময়সীমা দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে গৃহীত হয়। আর আগে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল পাকিস্তানকে। সেই সময়ের মধ্যে বিশেষ কিছু না করায় ফের মে মাসের পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এবার অক্টোবর পর্যন্ত শেষবারের জন্য় ডেডলাইন বাড়ানো হল। এবারও সন্ত্রাস দমনে উপযুক্ত ব্যবস্থা নিতে না পারলে ব্ল্যাকলিস্টেড করা হবে পাকিস্তানকে। ইতোমধ্যেই গ্রে লিস্টেড হয়ে রয়েছে তারা।

FATF-এ ব্ল্যাকলিস্টেড হওয়ার অর্থ আন্তর্জাতিক যাবতীয় আর্থিক সাহায্য বন্ধ হয়ে যাবে পাকিস্তানের জন্য। সন্ত্রাস দমনে কী কী করতে হবে তার দশটি কাজের একটি তালিকা পাকিস্তানকে দিয়েছে FATF। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের ৮০০-র ওপরে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পাক সরকার। জঙ্গি সংগঠনগুলির নিজস্ব স্কুল থেকে ছাড়িয়ে পড়ুয়াদের সরকারি স্কুলেও ভ্র্তি করানো হচ্ছে।


খবরটি ইংরেজিতে পড়ুন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল