অ্যাপশহর

কাতারের রাজপরিবারকে বিপন্ন পাখিদের নির্বিচারে শিকার করার অনুমতি দিল পাকিস্তান

কাতারের এমিরাত ও রাজপরিবারের ৯ জন সদস্যকে বিশেষ প্রজাতির হুবার বুস্টাডার্স পাখি শিকারের ছাড়পত্র দিল পাকিস্তান সরকার। যার জের ইতোমধ্যে পাক সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন পাক নাগরিকেরা। একইসঙ্গে সমালোচনায় সুর মিলিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পক্ষীপ্রেমীরাও।

EiSamay.Com 17 Dec 2019, 6:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মত এবছরও একই পথে হেঁটে কাতারের এমিরাত ও রাজপরিবারের ৯ জন সদস্যকে বিশেষ প্রজাতির হুবার বুস্টাডার্স পাখি শিকারের ছাড়পত্র দিল পাকিস্তান সরকার। যার জের ইতোমধ্যে পাক সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন পাক নাগরিকেরা। একইসঙ্গে সমালোচনায় সুর মিলিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পক্ষীপ্রেমীরাও।
EiSamay.Com houbara bustards


পাকিস্তানের সিন্দ, বালুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশে ইতোমধ্যে শুরু হয়েছে এই শিকার অভিযান। গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই রাজকীয় শিকার। যা চলবে ৩১ জানুয়ারি ২০২০ সাল পর্যন্ত। এই তিন মাসের মধ্যে কাতার রাজপরিবারের সদস্যরা গত ১০ দিনে শিকার করেছেন প্রায় ১০০টি বিশেষ প্রজাতির হুবার বুস্টাডার্স। কাতারের বিশেমন্ত্রীর প্রধানসচিব মহম্মদ আদেল পারভেজ জানিয়েছেন প্রতি বছর পাক সরকারের তরফে এই বিশেষ শিকারের অনুমতি দেওয়া হয়।

বিশেষ প্রজাতির হুবার বুস্টাডার্স পাখির দল প্রতি বছর শীতকালে মধ্য এশিয়ার শীত প্রবন এলাকা থেকে পাকিস্তানের দক্ষিণ প্রান্তে আসে। শুধু তাই নয়, সিন্দ, বালুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশে এই পাখি বিশেষ আবহাওয়ার কারণে আসে বলে পক্ষীপ্রেমীদের সূত্রে খবর। প্রতি বছর প্রায় ১ লক্ষ মার্কিন ডলার মূল্যের এই পাখি শিকার চলে পাকিস্তানের এই তিন প্রদেশে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল