অ্যাপশহর

তেজগাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যুমিছিল পাকিস্তানে

লিয়াকতপুরের রহিম ইয়ার খানের কাছে করাচি-রাওয়ালপিণ্ডি তেজগাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৪ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

EiSamay.Com 31 Oct 2019, 2:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করাচি থেকে লাহোর যাওয়ার পথে লিয়াকতপুরের রহিম ইয়ার খানের কাছে করাচি-রাওয়ালপিণ্ডি তেজগাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৩ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। দুর্ঘটনার মুহূর্ত সময় আগে ট্রেন উপস্থিত এক যাত্রীর সূত্রে জানা গেছে, ট্রেনটি তেজগাম থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। তখন তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে জানতে পারেন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বি স্ফোরণ ঘটে। যার থেকেই পাশে থাকা আরও দুটি স্টোভে আগুন লাগে। সেই স্টোভের তেল ছড়িয়ে পরে, যার দেরে ভয়াবহ রূপ নেয় আগুন।
EiSamay.Com fire broke

পাকিস্তান রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক সদস্য বুকিং করে ছিলেন। সকালের খাবার তৈরির সময়ে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করতে গেলে, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে কামরা থেকে ট্রেনের বাইরে লাফিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় মুহুর্তের মধ্যে পাশের আরও একটি কামরায় আগুন ছড়িয়ে যায়। পরে পাশের আরও একটি কামরা সহ মোট তিনটি কামরা চলে যায় আগুনের গ্রাসে।

জেলা পুলিশ কর্মকর্তা সর্দার মুহাম্মদ আমির তৈমুর খান প্রথমে নিহতের সংখ্যা ৪৬ উল্লেখ করলে, পরে ৭৩ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানান। পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রশিদও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আরও জানান, ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষ উদ্ধারকারী দল। অগ্নিদগ্ধদের দ্রুত উদ্ধার করে স্থানীয় লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের উদ্ধার করতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও মুলতান থেকে ঘটনাস্থলে পৌঁছায়। ২০০৫ সালে সিন্ধ প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৩০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল