অ্যাপশহর

ভারতীয় টেলি-সোপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলল পাক আদালত

পাকিস্তানিরা আবার আগের মতোই ভারতীয় টেলি সিরিয়াল দেখতে পাবেন।

Ei Samay 18 Jul 2017, 10:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানিরা আবার আগের মতোই ভারতীয় টেলি সিরিয়াল দেখতে পাবেন। মঙ্গলবার লাহোর আদালতের নির্দেশে ভারতের টেলি-সিরিয়ালের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির প্রেক্ষিতে 'পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিট' (PEMRA) এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
EiSamay.Com pakistan court lifts ban on airing of indian teleplays
ভারতীয় টেলি-সোপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলল পাক আদালত


টেলি সিরিয়াল নিয়ে ফেডেরাল সরকারের কোনও আপত্তি না-থাকায়, PEMRA-র নিষেধাজ্ঞাকে খারিজ করে, বেসরকারি টিভি চ্যানেলগুলোকে ভারতীয় টেলি-সোপ দেখানোর অনুমতি দেয় আদালত।

কাশ্মীরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলাকে কেন্দ্র করে, দু-দেশের সম্পর্কের অবনতির প্রেক্ষিতে ২০১৬ সালের ১৯ অক্টোবর এই নিষেধজ্ঞা চাপিয়েছিল PEMRA। পাকিস্তানের চ্যানেলগুলোতে ভারতীয় কোনও কিছুই প্রদর্শন করা যাবে না বলে এক নির্দেশিকায় জানিয়েছিল PEMRA।

'পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিট'র এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে, আদলতে পিটিশন ফাইল করেছিল লিও কমিউনিকেশন। সেই মামলারই এদিন রায় দেয় লাহোর আদালত।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল