অ্যাপশহর

ভারতকে অশ্রাব্য গালাগালি, ছাঁটাই পাক অভিনেতা

উরি হামলার পরিপ্রেক্ষিতে টুইটারে ভারতকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন মার্ক।

EiSamay.Com 25 Sep 2016, 8:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভারত ও ভারতীয়দের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় পাক বংশোদ্ভূত অভিনেতাকে বরখাস্ত করল ব্রিটেনের ITV নেটওয়ার্ক। ব্রিটেনের জনপ্রিয় সোপ অপেরা 'কোরোনেশন স্ট্রিট'-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন পাক অভিনেতা মার্ক আনোয়ার।
EiSamay.Com pakistan born tv actor sacked for racism against indians
ভারতকে অশ্রাব্য গালাগালি, ছাঁটাই পাক অভিনেতা


উরি হামলার পরিপ্রেক্ষিতে টুইটারে ভারতকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন মার্ক। এর পরেই বৈষম্যমূলক হিংসা ছড়ানোর অভিযোগে মার্ককে তত্‍‌ক্ষণাত্‍‌ বরাখাস্ত করে ITV। ব্রিটিশ টেলিভশন নেটওয়ার্ক জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে 'কোরোনেশন স্ট্রিট' মার্ক আনোয়ারকে ফেরানো হবে না। মার্ক আনোয়ার ওই সোপ অপেরায় শরিফ নাজির নামে এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করছিলেন।

ITV কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কের বক্তব্যে আমরা মর্মাহত। মার্কের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কিন্তু ব্রিটিশ সোপ অপেরায় তাঁকে ফেরানো হচ্ছে না। যে এপিসোডগুলির শ্যুটিং আগেই হয়ে গিয়েছিল, সেগুলো সম্প্রচারিত হবে। তবে এপিসোডগুলি থেকে মার্ক আনোয়ারের দৃশ্যগুলি যতটা সম্ভব ছেঁটে ফেলা হচ্ছে।

'কোরোনেশন স্ট্রিট' ছাড়াও ক্যাপ্টেন ফিলিপস, 51st স্টেট-এর মতো হলিউড ছবিতে কাজ করেছেন পাক অভিনেতা মার্ক আনোয়ার।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল