অ্যাপশহর

এবার করাচির আকাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা

সন্ত্রাস দমন ও শান্তি প্রসঙ্গে দিল্লির চাপের মুখে করাচির আকাশসীমায় কম উচ্চতার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। 

EiSamay.Com 27 Sep 2016, 4:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমন ও শান্তি প্রসঙ্গে দিল্লির চাপের মুখে করাচির আকাশসীমায় কম উচ্চতার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। আগামী সোমবার পর্যন্ত বহাল থাকছে এই নির্দেশ।
EiSamay.Com pakistan bars low flying aircraft over karachi airspace
এবার করাচির আকাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা


গুজরাত ও রাজস্থানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া করাচির আকাশে নিম্ন উচ্চতার উড়ানে নিযেধাজ্ঞা জারি করল নওয়াজ শরিফ সরকার। বিমানচালকদের উদ্দেশে সোমবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাক সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, 'প্রক্রিয়াগত কারণে করাচি ফ্লাইট ইনফর্মেশন রিজিয়নে ভূপৃষ্ঠ থেকে ৩৩,০০০ ফিট উচ্চতার ফ্লাইট লেভেলে সমস্ত উড়ানপথ বন্ধ রাখা হচ্ছে।'

পাক প্রশাসনের এই নির্দেশের আঁওতায় পড়ছে উপসাগরীয় দেশগুলির সঙ্গে মধ্য ও উত্তরপূর্ব ভারতের একাধিক উড়ানপথ। করাচির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই পথের বিমানগুলিকে ভূপৃষ্ঠ থেকে অন্তত ৩৩,০০০ ফিট উচ্চতা বজায় রাখতে হবে। উল্লেখ্য, এই পথের বেশ কয়েকটি বিমান ভারতে প্রবেশ করার আগে করাচি ও আমেদাবাদ আকাশসীমা অতিক্রম করে।

তবে এছাড়াও ভিন্ন পথে ভারতে আসাযাওয়া করে কিছু বিমান। ইরানে হয়ে এই বিমানগুলি ভারতে পৌঁছনোর সময় আফগানিস্তান সীমান্তের কাছে মুলতানের প্রবেশদ্বার পেরোনোর পথে পাক আকাশসীমা অতিক্রম করে। তারপর তা দিল্লি এফআইআর-এ ঢুকে পড়ে।

প্রসঙ্গত, উরি হামলার পরে এই নিয়ে দ্বিতীয় বার উড়ান সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করল পাক প্রশাসন। গত বুধবার গিলগিট-বালোচিস্তান অঞ্চলে গিলগিট ও শার্দুলে বিমান চলাচল বন্ধ করেছিল পাক আন্তর্জাতিক এয়ারলাইন্স।

# Pakistan has barred low flying aircraft over its Karachi airspace
 এই সময় ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমন ও শান্তি প্রসঙ্গে দিল্লির চাপের মুখে করাচির আকাশসীমায় কম উচ্চতার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। আগামী সোমবার পর্যন্ত বহাল থাকছে এই নির্দেশ।

গুজরাত ও রাজস্থানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া করাচির আকাশে নিম্ন উচ্চতার উড়ানে নিযেধাজ্ঞা জারি করল নওয়াজ শরিফ সরকার। বিমানচালকদের উদ্দেশে সোমবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাক সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, 'প্রক্রিয়াগত কারণে করাচি ফ্লাইট ইনফর্মেশন রিজিয়নে ভূপৃষ্ঠ থেকে ৩৩,০০০ ফিট উচ্চতার ফ্লাইট লেভেলে সমস্ত উড়ানপথ বন্ধ রাখা হচ্ছে।'

পাক প্রশাসনের এই নির্দেশের আঁওতায় পড়ছে উপসাগরীয় দেশগুলির সঙ্গে মধ্য ও উত্তরপূর্ব ভারতের একাধিক উড়ানপথ। করাচির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই পথের বিমানগুলিকে ভূপৃষ্ঠ থেকে অন্তত ৩৩,০০০ ফিট উচ্চতা বজায় রাখতে হবে। উল্লেখ্য, এই পথের বেশ কয়েকটি বিমান ভারতে প্রবেশ করার আগে করাচি ও আমেদাবাদ আকাশসীমা অতিক্রম করে।

তবে এছাড়াও ভিন্ন পথে ভারতে আসাযাওয়া করে কিছু বিমান। ইরানে হয়ে এই বিমানগুলি ভারতে পৌঁছনোর সময় আফগানিস্তান সীমান্তের কাছে মুলতানের প্রবেশদ্বার পেরোনোর পথে পাক আকাশসীমা অতিক্রম করে। তারপর তা দিল্লি এফআইআর-এ ঢুকে পড়ে।

প্রসঙ্গত, উরি হামলার পরে এই নিয়ে দ্বিতীয় বার উড়ান সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করল পাক প্রশাসন। গত বুধবার গিলগিট-বালোচিস্তান অঞ্চলে গিলগিট ও শার্দুলে বিমান চলাচল বন্ধ করেছিল পাক আন্তর্জাতিক এয়ারলাইন্স।

# Pakistan has barred low flying aircraft over its Karachi airspace
# Pakistan on Monday night issued a notice to airmen 

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল