অ্যাপশহর

ভারতে পাকিস্তানের নয়া রাষ্ট্রদূত মইন-উল-হক

ভারতে নিযুক্ত নয়া পাক রাষ্ট্রদূতের নাম মইন-উল-হক। মধ্য পঞ্চাশের হক বর্তমানে ফ্রান্সে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। ভারত-পাক সম্পর্ক শোধরানোর দিকে নতুন নজর দিতে চাইছে পাকিস্তানও।

EiSamay.Com 21 May 2019, 11:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। এরই মধ্যে ভারতে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে যার অর্থ নতুন সরকার আসা কেবল সময়ের অপেক্ষা। তাই সম্পর্ক শোধরানোর দিকে নতুন নজর দিতে চাইছে পাকিস্তানও। মুখে না বললেও সে লক্ষ্যেই ভারতে নিজেদের নয়া রাষ্ট্রদূত নিযুক্ত করল তারা। ইসলামাবাদ জানিয়েছে, ভারতে নিযুক্ত নয়া পাক রাষ্ট্রদূতের নাম মইন-উল-হক।
EiSamay.Com pakistan


সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত, চিন, জাপান-সহ ১২টি দেশের নয়া রাষ্ট্রদূতের নিয়োগপত্রে সই করেছেন। মধ্য পঞ্চাশের হক বর্তমানে ফ্রান্সে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। ১৯৮৭ সালে পাকিস্তানের ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি। কাজ করেছেন তুরস্ক, কানাডা এবং শ্রীলঙ্কায়।

সোমবার রাতে রাষ্ট্রদূতদের নিয়োগের কথা ঘোষণা করেন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। বলেন, 'নয়াদিল্লি, ভারত ...খুবই গুরুত্বপূর্ণ। আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি মইন-উল-হক ওই পদে কাজ করবেন। আশা করি উনি প্রত্যাশা পূরণ করতে পারবেন।'

পরের খবর