অ্যাপশহর

Shanghai-এর কোভিড হাসপাতালে বৃদ্ধকে কষিয়ে লাথি নার্সের!

কোভিডের চিকিৎসার জন্য বাড়ি থেকে তুলে আনা হয়েছিল বৃদ্ধকে। তারপর ভর্তি করে দেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন থাকাকালীনই কোনওভাবে মেঝেয় বসে পড়েন বৃদ্ধ। কিন্তু, তারপর আর ওঠার ক্ষমতা ছিল না তাঁর। নার্সের কাছে সাহায্য চাইলে তিনি ওই বৃদ্ধকে কষিয়ে লাথি মারেন! এই ছবি চিনের (China) সাংহাই (Shanghai) প্রদেশের একটি কোভিড হাসপাতালের অন্দরের!

Produced bySuparna Das | EiSamay.Com 7 May 2022, 11:26 pm

হাইলাইটস

  • কোভিড হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধকে লাথি!
  • সাহায্য চাওয়ায় কষিয়ে লাথি মারলেন নার্স!
  • প্রকাশ্যে সাংহাইয়ের কোভিড হাসপাতালের অন্দরের ছবি
EiSamay.Com Shanghai Nurse
সৌজন্যে- টুইটার
কোভিড হাসপাতালের মেঝেয় বসে সাহায্য চাইছেন এক বৃদ্ধ। তাঁকে সাহায্য করা বা তাঁর কথা শোনা তো দূরের কথা। উলটে তাঁকে কষিয়ে এক লাথি মারলেন কর্তব্যরত নার্স! এই ছবি চিনের (China) সাংহাই (Shanghai) প্রদেশের। কোভিড মোকাবিলায় যেখানে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে সরকার। বেজিংয়ের দাবি, সাংহাইয়ে কঠোরভাবে লকডাউন পালনের সুফলও পাচ্ছে তারা। তবে, সেই দাবি কতটা সত্যি, তা বলা মুশকিল। কিন্তু, আমজনতার অবস্থা যে দুর্বিসহ, তার প্রমাণ রোজই ভূরি ভূরি মিলছে। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ফটো, ভিডিয়ো। তাতেই ফুটে উঠছে সাংহাইয়ের মানুষের দুর্গতির ছবি।

Shanghai-এর মর্গে উঠে বসলেন 'মৃত' বৃদ্ধ!
এমনই একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। সূত্রের দাবি, এই ভিডিয়ো সাংহাইয়েরই একটি কোভিড হাসপাতালের ভিতরে তোলা হয়েছে। খুব সম্ভবত, হাসপাতালে চিকিৎসাধীন কোনও ব্যক্তিই ঘটনাটি তাঁর মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তাতেই অসুস্থ বৃদ্ধকে লাথি মারতে দেখা গিয়েছে এক নার্সকে!

আতঙ্কের নতুন নাম Beijing! যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত অস্থায়ী হাসপাতাল

এই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। সর্বস্তরে সমালোচনা শুরু হয়। প্রশ্নের মুখে পড়তে হয় সাংহাইয়ে করোনা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আধিকারিকদের। এই ঘটনার পরই সাংহাইয়ের বহু মানুষ লকডাউন ভেঙে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। তাঁদের সামলাতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় পুলিশকে।

Beijing-এ বিয়ে বন্ধ, Shanghai-এ সরকারের দেওয়া পচা ফল রাস্তায় ছুড়ে ফেলছেন বাসিন্দারা!
বাসিন্দাদের দাবি, যে ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে, তা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কোভিড হাসপাতাল এবং কোয়ারানটাইন সেন্টারগুলিতে বহু ক্ষেত্রেই স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্তদের সঙ্গে অমানুষের মতো আচরণ করছেন। এমনকী, চিকিৎসকদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অনেক সময় আক্রান্তদের ঠিক মতো চিকিৎসাও করা হচ্ছে না। তারপরও চিকিৎসার নাম করে বাসিন্দাদের বাড়ি থেকে কার্যত তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

সাংহাই নাকি নরক! খেতে দিতে না পেরে পোষ্যকে খুন, আত্মহত্যা
ইতিমধ্যে এই ঘটনার জেরে সংশ্লিষ্ট কোভিড হাসপাতালের কর্তৃপক্ষের উপর চাপ তৈরি হয়েছে। বেগতিক বুঝে অভিযুক্ত নার্সকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, এর আগে সাংহাইয়েরই একটি হাসপাতালে জীবিত এক বৃদ্ধকে মৃত ঘোষণা করে দেওয়া হয়। মর্গে নিয়ে যাওয়ার পর তিনি উঠে বসেন! সেই ঘটনাতেও বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে।

এদিকে, লকডাউনেও যাতে কাজ বন্ধ না হয়, সেই জন্য সাংহাইয়ের বিভিন্ন কারখানার ভিতরেই কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, কর্মীদের অভিযোগ, তাঁদের যেভাবে কারখানার ভিতরে রাখা হয়েছে, তা একেবারেই স্বাস্থ্যকর নয়। তাঁদের আশঙ্কা, কর্মীদের অনেকেই কোভিডে আক্রান্ত। কিন্তু, তাঁদের কাছে ডাক্তার দেখানোরও কোনও সুযোগ নেই। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। তাঁদের সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় নিরাপত্তারক্ষীদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভের সেই ছবিও।
লেখকের সম্পর্কে জানুন
Suparna Das

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল