অ্যাপশহর

পকেটের জোর থাকলে দেখে আসুন টাইটানিক

ছবির শুরুতে যে ভাবে প্রবীণা রোজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাবমেরিনে চেপে গিয়েছিলেন তেমন কোনও স্বপ্ন রয়েছে আপনার?

EiSamay.Com 17 Mar 2017, 10:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় দু’ দশক আগে বড় পর্দায় জ্যাক আর রোজের প্রেম কাহিনি অমর করে রেখেছে টাইটানিক জাহাজের বর্ণময় যাত্রা। রাজকীয় সেই যাত্রা অত্যন্ত করুণ ভাবে শেষ হয়। ১৫১৭ জন যাত্রীকে নিয়ে দু’ টুকরো হয়ে তলিয়ে যায় টাইটানিক। ছবির শুরুতে যে ভাবে প্রবীণা রোজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাবমেরিনে চেপে গিয়েছিলেন তেমন কোনও স্বপ্ন রয়েছে আপনার? তা হলে সেটা পূরণের সুযোগ রয়েছে। তবে স্বপ্নের দামটা একটু বেশি!
EiSamay.Com now you can take a two mile deep tour of the titanic
পকেটের জোর থাকলে দেখে আসুন টাইটানিক


লন্ডনের ব্লু মার্বেল প্রাইভেট নামে একটি বেসরকারি ট্রাভেল এজেন্সি আগামী বছর মে মাস থেকে এই বিশেষ যাত্রা শুরু করছে। ৮ দিনের এই ট্রিপে প্রথমে যাত্রীদের হেলিকপ্টার করে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে সুদৃশ্য ইয়ট অপেক্ষা করবে। তার সঙ্গে থাকবে বিশেষ সাবমেরিন। যাতে করে সমুদ্রগর্ভে প্রায় ২ মাইল নীচে নিয়ে যাওয়া হবে যেখানে টাইটানিক দেখা যাবে স্বচক্ষে। প্রতি বার মাত্র ৯ জনের সামনেই এই সুযোগ থাকবে।

ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে। টিকিটের দাম ১ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম ‘মাত্র’ ৬৫ লক্ষ ৪১ হাজার টাকা। সংস্থার এক কর্তার কথায়, ‘১০৫ বছর আগে টাইটানিক ডোবার পর থেকে মাত্র ১৪৫ জনের ভাগ্যে সুযোগ ঘটেছে সেটি দেখার। আদপে ১৯৮৫ সালে টাইটানিকের খোঁজ মেলে। তার পর থেকে কিছু মানুষ সাবমেরিনে করে সেখানে যান। এটা ‘ওয়ান্স ইন আ লাইফটাইম’ সুযোগের মতো। এর চেয়ে অনেক বেশি মানুষ প্রতি বছর এভারেস্টে চড়েন। সেখান থেকেই এই ট্যুরের ভাবনা আসে।’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল