অ্যাপশহর

ভিয়েতনামে থাবা জিকার, এবার কার পালা?

জিকা ভাইরাস যাতে মহামারির আকার না নেয়, তার জন্য যুদ্ধকালীন তত্‍‌পরতায় কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। ৩২টি প্রদেশের ১ হাজার ২১৫টি নমুণা পরীক্ষা করা হয়েছে।

EiSamay.Com 5 Apr 2016, 9:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার মারণ ভাইরাস জিকা প্রবেশ করল ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভিয়েতনামে। সে দেশে দু'জন মহিলার শরীরে পাওয়া গিয়েছে জিকা ভাইরাস। তার মধ্যে একজন মহিলা অন্তঃসত্ত্বা। ভিয়েতনামে এই প্রথম পাওয়া গেল জিকা ভাইরাস আক্রান্ত রোগীর খোঁজ।
EiSamay.Com now vietnam reports its first two cases of the zika virus one in a pregnant woman
ভিয়েতনামে থাবা জিকার, এবার কার পালা?


ভিয়েতনাম সরকারের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দুই মহিলার চিকিত্‍‌সা শুরু করা হয়েছে। তবে কী ভাবে তাঁদের দেহে জিকা ভাইরাস এল, তা নিয়ে ধন্দে সরকার। ওই মহিলা সম্প্রতি বিদেশ গিয়েছিলেন কিনা, সে ব্যাপারে খোঁজ নিচ্ছে সরকার। ভিয়েতনামের না ত্রাং শহরের একটি বিলাসবহুল রিসর্টে ৬৪ বছর এক মহিলা প্রবল জ্বর, মাথা যন্ত্রণা ও চামড়ায় দাগ নিয়ে ভর্তি হন হাসপাতালে। রক্ত পরীক্ষায় তাঁর শরীরে জিকা ভাইরাস পাওয়া গিয়েছে। এই ঘটনার পরই ৩৩ বছর বয়সি এক মহিলার রক্তে জিকা ভাইরাসের খবর পাওয়া যায়। ওই মহিলা হো-চি-মিন সিটির বাসিন্দা।

জিকা ভাইরাস যাতে মহামারির আকার না নেয়, তার জন্য যুদ্ধকালীন তত্‍‌পরতায় কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। ৩২টি প্রদেশের ১ হাজার ২১৫টি নমুণা পরীক্ষা করা হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল