অ্যাপশহর

উচ্চক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা করল উত্তর কোরিয়া

উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এই মহাকাশ কর্মসূচিকে ‘যুগান্তকারী বিপ্লব’ বলে আখ্যা দিলেন কিম জং উন।

EiSamay.Com 19 Mar 2017, 3:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এই মহাকাশ কর্মসূচিকে ‘যুগান্তকারী বিপ্লব’ বলে আখ্যা দিলেন কিম জং উন। তিনি জানান, এই ইঞ্জিন পরীক্ষা উত্তর কোরিয়ার বিশ্বমানের স্যাটেলাইট স্থাপনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে।
EiSamay.Com north korea tests newly developed high thrust rocket engine
উচ্চক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা করল উত্তর কোরিয়া


উত্ক্ষেপণের সময় কিম জং নিজে সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আজ উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। গোটা বিশ্ব খুব শীঘ্রই এর গুরুত্ব বুঝতে পারবে।’ তাঁর এই মন্তব্য নিয়েই বিশ্ব রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। গত বছর বাইড্রোজেন বোমা পরীক্ষা করা থেকে সাম্প্রতিক কালে পর পর দূর পাল্লার মিসাইল পরীক্ষা করাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি।

একের পর এক মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ফলে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাষ্ট্রপুঞ্জ। তবে সে সব যে তোয়াক্কা করছেন না কিম তা পরিষ্কার। তাঁর মতে, আগামী ১০ বছরে মহাকাশ গবেষণায় আরও জোর দেওয়া হবে। চাঁদেও প্রতিনিধি পাঠানো হতে পারে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল