অ্যাপশহর

জনসমক্ষে কিম জং উন, সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ঘিরে চাঞ্চল্য

এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জনসমক্ষে দেখা যায়নি কিমকে। ঠাকুরদা তথা দেশের প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের জন্মবার্ষিকী উৎসবেও দেখা যায়নি তাঁকে। তখন থেকেই কিমের অনুপস্থিতির কারণ নিয়ে জোর জল্পনা শুরু হয়।

EiSamay.Com 2 May 2020, 8:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসমক্ষে ফিরে এলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন (Kim Jong Un)। শনিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম তাদের শীর্ষ নেতার বেশ কিছু ছবি প্রকাশ করে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে অংশ নিতে। তিন সপ্তাহ পরে জনসমক্ষে এলেন কিম জং উন।
EiSamay.Com North Korea state media releases pictures of Kim Jong Un’s first public appearance
ফিরে এলেন কিম জং উন


Rodong Sinmun সংবাদপত্রে যে ছবি প্রকাশিত হয়েছে তাতে কিম জং উনকে দেখা যাচ্ছে সুনচনের একটি সার কারখানা উদ্বোধনে উপস্থিত রয়েছে অন্যান্য অতিথিদের সঙ্গে। তাঁর সঙ্গে রয়েছেন বোন এবং উপদেষ্টা কিম ইয়ো জং।






১মে-ই অবশ্য তাইওয়ানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (Taiwan NSB Chief), ডিরেক্টর-জেনারেল চিউ কুও-চেং দাবি করেছিলেন কিম জং উন 'গুরুতর অসুস্থ।' এবং তাঁর 'পরবর্তী শাসক' বেছে রেখেছে উত্তর কোরিয়া।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল