অ্যাপশহর

শত্রু দক্ষিণের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার তরফে জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে তারা কোনও রকম আলোচনায় বসবে না। কারণ কোনও ইস্যু নেই আলোচনার জন্যে। তাদের মতে দক্ষিণ কোরিয়া শুধুমাত্র উত্তরের বিরক্তি বাড়িয়েছে।

EiSamay.Com 9 Jun 2020, 12:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার উত্তর কোরিয়ার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব হটলাইন বন্ধ করে দেবে তারা। সিওলের সঙ্গে সব সম্পর্ক ছেদের দিকে প্রথম পদক্ষেপ উত্তর কোরিয়ার। এই খবর প্রকাশিত হয়েছে সরকারি সংবাদমাধ্যম KCNA-এ।
EiSamay.Com North Korea declares to sever communication lines with  South Korea
কিম জং উন


শেষ বেশ কিছুদিন ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাদানুবাদ চলছে উত্তর কোরিয়ার। হুমকি দেওয়া হয়েছে আগামীদিনে বন্ধ করে দেওয়া হবে ইন্টার-কোরিয়ান লিয়াসঁ দফতর এবং অন্যান্য সব প্রকল্প যদি না দক্ষিণ কোরিয়া অবিলম্বে ডিফেক্টরদের বাধা দেয় লিফলেট এবং অন্যান্য সামগ্রী উত্তর কোরিয়ায় পাঠানো থেকে।

উত্তর কোরিয়ার নেত্রী ও কিম জং উনের বোন কিম ইয়ো জং এবং ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সেনট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান কিম ইয়োং চল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দক্ষিণ কোরিয়ার প্রতি আমাদের মনোভাব শত্রুতার হতে বেশি সময় নেবে না।’

এর প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার দুপুর থেকে ইন্টার কোরিয়ান লিয়াসঁ অফিসের সঙ্গে যোগাযোগের সব হটলাইন বন্ধ করতে চলেছে উত্তর কোরিয়া। বন্ধ হবে দুই দেশের প্রেসিডেনশিয়াল অফিস এবং মিলিটারি অফিসের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও।

দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহার করা থেকে নিরস্ত করা নিয়ে যে প্রচেষ্টা চলছিল, এই পদক্ষেপ সেই পথে বাধা হয়ে দাঁড়াবে। আমেরিকার ন্যাশনাল কমিটি অন নর্থ কোরিয়ার ড্যানিয়েল ওয়ার্টজ জানিয়েছেন, ‘সংকটের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রয়োজন রয়েছে। উত্তর কোরিয়া টানাপোড়েন বাড়ানোর জন্যে এমন পদক্ষেপ করেছে।’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল