অ্যাপশহর

অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে জঙ্গি হামলা, নিহত ৭০

নাইজেরিয়ার বর্নোতে বোকো হারাম জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭০ জন। শনিবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলার সময় হামলা চালানো হয় বোকো জঙ্গিদের তরফে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

EiSamay.Com 29 Jul 2019, 7:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে বোকো হারাম জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭০ জন। শনিবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলার সময় হামলা চালানো হয় বোকো জঙ্গিদের তরফে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। বোকো হারাম জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে প্রথমিক তদন্তে অনুমান প্রশাসনের
EiSamay.Com Nigeria funeral attack


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মোটরসাইকেল এবং ভ্যানে করে এসেছিল। ঘটনাস্থলে পৌঁছে হঠাৎই তারা গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান বেশ কয়েকজন। এরপরই ক্ষিপ্ত জনতা জঙ্গিদের তাড়া করে। সেই সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হন আরও বেশ কয়েকজন বলে স্থানীয়দের দাবি।

সম্প্রতিকালে এ ধরনের জঙ্গি হামলা বেড়ে গেছে নাইজেরিয়ার এই অঞ্চলে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা মুহাম্মাদ বুলামা বলেন, দুই সপ্তাহ আগে গ্রামবাসীরা ১১ জন বোকো হারাম জঙ্গিকে হত্যা করে। খুব সম্ভবত তারই প্রতিশোধে বোকো জঙ্গিরা এই হামলা চালিয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলার ঘটনায় শোক প্রকাশ কের, এই হামলা যে জঙ্গি সংগঠন চালিয়েছে তা খুঁজে বের করতে, নাইজেরিয়ার বিমানবাহিনী এবং সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

বোকো হারাম একটি ইসলামি জঙ্গি সংগঠন। ২০১৫ সালে এই জঙ্গি সংগঠনটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে ইনস্টিটিউট ফর ইকোনোমিক্স অ্যান্ড পিস। বোকো হারাম নাইজেরিয়া ছাড়াও চাদ, নাইজার ও ক্যামেরুনেও সক্রিয় আছে বলে ইন্টারপোলের দাবি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল