অ্যাপশহর

ব্রিটেনের হাতছানি, বৃদ্ধি পেয়েছে ভারতীয় পড়ুয়া ও কর্মীদের ভিসা পাওয়া

পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালে অন্যান্য সব দেশের তুলনায় ভারতীয় নাগরিকরা চতুর্থ স্থানে রয়েছেন ইউকে ভিসা পাওয়ার ক্ষেত্রে। ২০১৮-১৯ সালে মোট ১৫ লাখ ভারতীয় ব্রিটেনের ভিসা পেয়েছেন।

EiSamay.Com 24 Aug 2019, 9:16 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে ব্রিটেনের তত্‍কালীন স্বরাষ্ট্র সচিব থেরেসা মে জানিয়ে দিয়েছিলেন পড়াশোনা শেষে আর সেদেশে ২ বছরের জন্যে ওয়র্ক ভিসা পাবেন না বিদেশ থেকে আসা পড়ুয়ারা। কিন্তু এখন সেই নিয়ম বাতিল হয়েছে। পরোয়া নেই ব্রেক্সিটকেও। দলে দলে ভারতীয় কর্মী, পর্যটক এবং পড়ুয়া পাড়ি দিচ্ছেন ব্রিটেনে।
EiSamay.Com new uk rules have encouraged more number ofindiansto head for uk for studies and work
ব্রিটেনের হাতছানি


২০১৮ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি ভারতীয় পড়ুয়া ব্রিটেনে গেছেন উচ্চ শিক্ষার জন্যে। ২০১১-২০১২র পর ২০১৮-১৯ সালে সবচেয়ে বেশি সংখ্য়ক টিয়ার ৪ (স্টুডেন্ট) ভিসা দেওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের। ইউকে-র হোম অফিস থেকে দেওয়া সাম্প্রতিক ইমিগ্রেশন পরিসংখ্যান এমনটাই বলছে।

পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালে অন্যান্য সব দেশের তুলনায় ভারতীয় নাগরিকরা চতুর্থ স্থানে রয়েছেন ইউকে ভিসা পাওয়ার ক্ষেত্রে। ২০১৮-১৯ সালে মোট ১৫ লাখ ভারতীয় ব্রিটেনের ভিসা পেয়েছেন। প্রথম তিন স্থানে রয়েছেন আমেরিকা, চিন এবং অস্ট্রেলিয়ার নাগরিকরা। টিয়ার ২ ভিসা (স্কিল্ড ওয়ার্কার) পাওয়ার ক্ষেত্রে অবশ্য এক নম্বরেই রয়েছে ভারতীয়দের নাম। গত বছর মোট ৫৬,৩২২ জন দক্ষ কর্মীকে টিয়ার ২ ভিসা দিয়েছে ব্রিটিশ সরকার। এর পরেই তালিকায় নাম রয়েছে আমেরিকার (৯,৬৯৩)।

টিয়ার ১ ভিসার (Highly Skilled Migrants) ক্ষেত্রেও ২০১৮-১৯ সালে এগিয়ে রয়েছেন ভারতীয়রা। এই সময়সীমা টিয়ার ১ ভিসা দেওয়া হয়েছে ৩০৬ জন ভারতীয়কে। আগের বছর এই সংখ্যা ছিল ২১৬।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল