অ্যাপশহর

বাংলার ফুটবল প্রতিভায় ডাচ স্পর্শ আনার লক্ষ্যে ‘মউ’ স্বাক্ষর মমতার

বাংলার ফুটবলকে বিশ্বমানের করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নেদারল্যান্ডস৷

EiSamay.Com 21 Jun 2017, 9:07 am
তাপস প্রামাণিক ■ দ্য হেগ
EiSamay.Com netherlands will extend their cooperation to make world standard bengals football
বাংলার ফুটবল প্রতিভায় ডাচ স্পর্শ আনার লক্ষ্যে ‘মউ’ স্বাক্ষর মমতার

বাংলার ফুটবলকে বিশ্বমানের করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নেদারল্যান্ডস৷ সেই লক্ষ্যে মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সে দেশের বৃহত্তম ফুটবল সংগঠন ‘রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে মউ স্বাক্ষর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অদূর ভবিষ্যতে বাংলা থেকে ফুটবল প্রতিভা অন্বেষণ করার পাশাপাশি তাঁদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করবেন ডাচ কোচরা৷ বাংলা থেকে উঠে আসবে বিশ্বমানের ফুটবলার৷

বিশ্ব ফুটবলে নেদারল্যান্ডস শীর্ষ স্তরে৷ এখান থেকেই উঠে এসেছেন জোহান ক্রুয়েফ , রুড খুলিট , মার্কো ফান বাস্তেন , ফ্র্যাঙ্ক রাইকার্ড, আর্জেন রবেন , রবিন ফান পার্সির মতো ফুটবলের উজ্জ্বল জ্যোতিষ্করা৷ বিশ্বকাপের আসর মাতানো ছাড়াও ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন এখানকার ফুটবলাররা৷ রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসে এসে তাই সেই সুযোগ হাতছাড়া করেননি মমতা৷ বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে তিনি শরণাপন্ন হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল সংস্থার৷

এ দিন যে রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজ্যের সমঝোতাপত্র বিনিময় হল , তারাও দীর্ঘ দিন ধরে নেদারল্যান্ডসের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন৷ তাদের অধীনে রয়েছে দেশের মতো দেশের মোট ৩৫০টি ফুটবল ক্লাব এবং ৩৮টি পেশাদার ক্লাব৷ শুধু দেশের মধ্যেই নয় , বিদেশে গিয়েও ফুটবল প্রতিভা তুলে আনার কাজে তারা বেশ সুনাম কুড়িয়েছে৷ যেমন , চিনে প্রায় দু’হাজার ফুটবলারের মধ্য থেকে ২৪ জন সেরা ফুটবলারকে বেছে দেওয়ার কঠিন কাজটা করে এসেছে তারা৷ ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবলেও চিন তার প্রতিভার ছাপ রাখতে পারবে বলে এদিন আশা প্রকাশ করেন রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জন ফান জেইন৷
মমতার পাশে বসে তিনি বলেন , ‘ভারতের মধ্যে বাংলায় ফুটবল সবথেকে বেশি জনপ্রিয়৷ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফুটবলের উন্নতির জন্য যে ভাবে আগ্রহ দেখাচ্ছেন , তাতে আমি খুব আশাবাদী৷ ’ তিনি জানান , ফুটবল ম্যাচ আয়োজন করা ছাড়াও তাঁরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে থাকেন৷ ফুটবল কোচদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ বিদেশে গিয়েও ফুটবল প্রতিভা অন্বেষণ করেন তাঁদের বিশেষজ্ঞরা৷ যতদিন যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে৷ ফুটবলে অনেকে বিনিয়োগ আসছে৷ সঠিক ফুটবলার বাছা এবং প্রশিক্ষণের কাজটা ঠিকমতো করতে পারলেই বাংলার ফুটবলও একদিন উন্নতির শিখরে পৌঁছবে৷

হল্যান্ডের সঙ্গে ফুটবল চুক্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , ‘বাংলার সঙ্গে ফুটবলের রক্তের সম্পর্ক৷ প্রত্যেক বাঙালির কাছে ফুটবল অত্যন্ত প্রিয় খেলা৷ তারা সবকিছু ভুলতে পারে , কিন্ত্ত ফুটবল ভুলতে পারে না৷ রয়্যাল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ফুটবলের সমঝোতা নিয়ে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে , তাতে আমি খুবই আনন্দিত৷ ’ ফুটবলের উন্নতিতে তাঁর সরকার কী পদক্ষেপ করেছে , তারও খতিয়ান দেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান , সরকার থেকে রাজ্যের প্রতিটি ব্লকে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে৷ ক্লাবগুলিকে বল ও জার্সি দেওয়া হচ্ছে৷ এ ছাড়াও তাদের সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে সরকারের তরফে৷

ফুটবলের উন্নতিতে রিলায়েন্স কর্তা তরুণ ঝুনঝুনওয়ালা এবং হর্ষ নেওটিয়ার মতো শিল্পপতিদেরও অনুরোধ করা হয়েছে৷ আইএসএল এবং আইএফএ -এর মতো সংস্থাও নানা ভাবে ফুটবলের উন্নতিতে কাজ করে চলেছে৷ শিল্পপতি হর্ষ নেওটিয়া বলেন , ‘আইএসএল ভারতীয় ফুটবলে একটা বড়সড় পরিবর্তন এনেছে৷ বহু মানুষ এখন আইএসএলের ফুটবল ম্যাচ দেখতে মাঠে আসছেন৷ ফুটবলে অনেক বিনিয়োগ আসছে৷ এটা বাংলা তথা ভারতীয় ফুটবলের একটা ভালো দিক৷ ’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল