অ্যাপশহর

নেপালের প্লাবনে মৃতের সংখ্যা বেড়ে ১১১

প্রবল বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১১জন। গুলি জেলার এখনও পর্যন্ত মৃতের সংখ্যা সর্বাধিক ১৩ জন। পাশাপাশি ৪০ জন মানুষ এখনও নিখোঁজ।

EiSamay.Com 26 Jul 2019, 1:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের প্রতিবেশী দেশ নেপালে প্রবল বর্ষণের জেরে সৃষ্ট বন্য়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রবল বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১১জন। গুলি জেলার এখনও পর্যন্ত মৃতের সংখ্যা সর্বাধিক ১৩ জন। পাশাপাশি ৪০ জন মানুষ এখনও নিখোঁজ। আহত শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন, এমনা জানানো হয়েছে নেপাল সরকার সূত্রে। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশের ৭০টি জেলার মধ্যে দক্ষিণের অন্তত ৩৫টি জেলায় বন্যার সবথেকে বেশি প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত অন্তত ১০,৩৮৫টি পরিবার। চলছে উদ্ধার কাজও।
EiSamay.Com nepal have been impacted by floods


গত বৃহস্পতিবার থেকে নাগাড়ে ভারী বর্ষণের কারণে নেপালের বহু এলাকা এখন জলের তলায়। সেইসঙ্গে চলছে ব্যাপক ভূমিধস। আর এই জোড়া বিপর্যয়ে প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। একনাগাড়ে প্রবল বর্ষণের জেরে নেপালের জনজীবন দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নামানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও পর্যন্ত ১,৩৪২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এরমধ্যে কেবলমাত্র রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫৪ জনকে উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল