অ্যাপশহর

নেপালের রিসর্টে শ্বাসরুদ্ধ হয়ে ৮ ভারতীয়ের মৃত্যু

কাঠমান্ডু পুলিশ জানাচ্ছে, ওই ৮ জন রিসর্টের একই ঘরে ছিলেন। ঠান্ডার হাত থেকে বাঁচতে সোমবার রাতে গ্যাস হিটার জ্বালিয়ে শুয়েছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাস হিটার থেকে শ্বাসরুদ্ধ হয়েই তাঁরা সংজ্ঞা হারিয়েছিলেন। পরে মৃত্যু হয়। তবে, তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি নেপাল পুলিশ।

EiSamay.Com 22 Jan 2020, 5:19 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নেপালে বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল কেরালার বাসিন্দা ৮ ভারতীয় পর্যটকের। রাজধানী কাঠমান্ডুর হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় মঙ্গলবার তাঁরা মারা যান। সংবাদ সংস্থা সূত্রে খবর, মধ্যে নেপালের এক রিসর্ট থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই আট জনকে উদ্ধার করা হয়েছিল।
EiSamay.Com Nepal


কাঠমান্ডু পুলিশ জানাচ্ছে, ওই ৮ জন রিসর্টের একই ঘরে ছিলেন। ঠান্ডার হাত থেকে বাঁচতে সোমবার রাতে গ্যাস হিটার জ্বালিয়ে শুয়েছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাস হিটার থেকে শ্বাসরুদ্ধ হয়েই তাঁরা সংজ্ঞা হারিয়েছিলেন। পরে মৃত্যু হয়। তবে, তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি নেপাল পুলিশ।

মাকওয়ানপুরের পুলিশসুপার সুশীল সিং রাঠোর বলেন, মৃতেদের মধ্যে ৪ শিশুও রয়েছে। মৃতদের পরিচয় মঙ্গলবার রাত পর্যন্ত জানা যায়নি। তবে, তাঁরা যে কেরালার বাসিন্দা সে বিষয়ে তিনি নিশ্চিত করেন। তিনি জানান, কাঠমান্ডুর কাছেই দামানে ঘুরতে এসেছিল ১৫ ভারতীয় পর্যটকের একটি দল। মৃত আট জন ওই দলেরই সদস্য বলে মনে করা হচ্ছে। সোমবার রাত ৯টা নাগাদ ওই ৮ জন রিসর্টটিতে আসেন।

পুলিশসুপার জানান, এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার মৃতদেহগুলির ময়নাতদন্তও হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল