অ্যাপশহর

পিরিয়ডের সময় মহিলাদের আলাদা রাখলেই এবার জেলযাত্রা

পিরিয়ডের সময় মহিলাদের বিচ্ছিন্ন করে রাখার এই ব্যবস্থা 'চৌপদ্দি' নামে পরিচিত নেপালে।

Ei Samay 10 Aug 2017, 9:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মহিলাদের পিরিয়ড চলাকালীন তাঁদের বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বাধ্য করলে এবার থেকে জেল ও জরিমানা দুটোই হতে পারে নেপালে। বুধবার নেপাল পার্লামেন্টে এই আইন পাশ করল সে দেশের সরকার। নেপালে এখনও এমন অনেক সম্প্রদায় রয়েছে যারা পিরিয়ড চলাকালীন মহিলাদের 'অপবিত্র' মনে করে এবং পরিবারের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বাধ্য করে। এই কুব্যবস্থারই অবসান ঘটাতে নয়া আইন প্রণয়ন নেপালে
EiSamay.Com nepal criminalises isolation of menstruating women
পিরিয়ডের সময় মহিলাদের আলাদা রাখলেই এবার জেলযাত্রা


পিরিয়ডের সময় মহিলাদের বিচ্ছিন্ন করে রাখার এই ব্যবস্থা 'চৌপদ্দি' নামে পরিচিত নেপালে। মূল বাড়ির বাইরে একটি কুঁড়েঘরে সেই সময় মহিলাদের রাখা হয়। সেই সময় তাঁদের কেউ স্পর্শ করে না। পিরিয়ড চলাকালীন মহিলারা নিজে থেকে খাবার নিয়ে খেতে পারেন না, গবাদি পশুকে স্পর্শ করতে পারে না, পুজো বা অন্য কোনও ধর্মীয় আচারে অংশ নিতে পারে না। এই অমানবিক প্রথাকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল নেপালের সুপ্রিম কোর্ট। কিন্তু চৌপদ্দির বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা ছিল না। তাই এই প্রথা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

নয়া আইনে কেউ কোনও মহিলাকে চৌপদ্দি করতে বাধ্য করলে তার তিন মাসের জেল এবং তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। গত মাসে চৌপদ্দি চলাকালীন কুঁড়েঘরে থাকতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় একটি কিশোরী মেয়ের। তারপরই নড়েচড়ে বসে নেপাল সরকার।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল