অ্যাপশহর

প্রবল বৃষ্টিতে ব্যাপক ভূমিধস নেপালে, চারদিনে মৃত কমপক্ষে ৬০

ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, কাসকি জেলায় তিনটি ভিন্ন ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বর্ষণ (monsoon rains) শুরু হয়েছে কাসকি ও লামজুং জেলায়।

EiSamay.Com 13 Jul 2020, 1:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে নেপালের ১৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচুর জায়গায় ধসও নেমেছে। একাধিক ভূমিধসে (landslides) জেরে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ৪১ জন। বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বর্ষণ (monsoon rains) শুরু হয়েছে কাসকি ও লামজুং জেলায়। যার জেরে ওই দুই জেলার একাধিক স্থানে ধস নামতে শুরু করে।
EiSamay.Com flood and landslides
ব্যাপক ভূমিধস নেপালে


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে নেপালের ১৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচুর জায়গায় ধসও নেমেছে। প্রশাসনের তরফে উদ্ধার কাজ চালানোর চেষ্টা হলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সম্ভব হচ্ছে না। এদিকে বৃষ্টির ফলে হওয়া ভূমিধস (Landslides) -এর কারণে গত চারদিনে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।

কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, কাসকি জেলায় তিনটি ভিন্ন ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে। কাসকির ডিএসপি সুভাস হামাল জানান, স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটে নাগাদ কাসকির পোখারা শহরে ভূমিধসে একটা গোটা বাড়ি ধূলিস্যাত্‍‌ হয়ে যায়। তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জন ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে মারা গিয়েছেন।

লামজুং জেলাতেও ভূমিধসে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ বিস্সাহর পুরসভা এলাকায় ভূমিধসে (Landslides in Nepal) তাঁরা চাপা পড়েছিলেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে লামজুং জেলা কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে, তিন জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

প্রাকৃতিক দুর্যোগে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা মিয়াগদিতে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ১৩ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কারণে সেখানে বেশ কয়েকটি বাড়িও ধসে পড়েছে। মিয়াগদিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা কাজ করে চলেছেন।

জেলা প্রশাসক আরও জানিয়েছেন , দুর্গত এলাকার বহু মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মিয়াগদির পাশের কাসকা জেলায়ও সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, গত ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৩৯ জন। পাশাপাশি জখমও হয়েছেন ৪০ জন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল