অ্যাপশহর

মহাকাশে মানুষ পাঠানোর অভিযানের নেতৃত্বে এবার প্রথম মহিলা, জানাল নাসা

২০২৪-এর মার্চ মাসের মধ্যে একজন মহিলা-সহ দুই অভিযাত্রীকে মহাকাশে পাঠানোর জন্য নাসার সামনে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতি ভারী এসএলএস রকেট (SLS rocket) এবং অরিয়ন ক্যাপসুলে এঁদের পাঠানো হবে।

EiSamay.Com 13 Jun 2020, 10:04 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-র ইতিহাসে এই প্রথম কোনও মহিলা হিউম্যান স্পেসফ্লাইট (Human Spaceflight)-এর নেতৃত্ব দেবে। নাসার তরফে এই অভিযানের প্রধান হিসেবে ক্যাথি লডারসকে বেছে নেওয়া হয়েছে। বেসরকারি অভিযাত্রীদের মহাকাশে পাঠাতে নাসার গত মাসের মিশনের পরিচালনা করেছিলেন এই ক্যাথি লডারস।
EiSamay.Com NASA
ক্যাথি লডারস


২০২৪ সালে এই অভিযাত্রীদের মহাকাশ থেকে চাঁদে নিয়ে আসা হবে। তার জন্য এখন আরও একটি অভিযানের প্রস্তুতি চালাচ্ছে নাসা। সেই অভিযানের মহাকাশযানের নেতৃত্বে প্রথম মহিলা হিসেবে থাকবেন ক্যাথি লডারস। তাঁর আগের কাজ তিনি যে ভাবে পরিচালনা করেছিলেন তাতে খুশি হয়েই ক্যাথিকে এই নয়া দায়িত্ব দেওয়া হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন।

নাসার Human Exploration & Operations Mission Directorate-এর জন্য প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে ক্যাথিকে। ১৯৯২ সালে নাসায় যোগ দেন ক্যাথি। গত ৩০ মে স্পেস এক্স (SpaceX)-এর রকেটে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) পাঠানো হয়। এই প্রথম বাণিজ্যিক অভিযানে মহাকাশে মানুষ পাঠানো হয়।

স্পেস এক্স, বোয়িং এবং আরও যে সব কোম্পানি নিরাপদে মানুষকে মহাকাশে পাঠানোর যান নির্মাণ করছে, তাদের স্পেস ক্যাপসুল পরীক্ষা করার কাজে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ক্যাথি। নাসার সঙ্গে গাটছড়া বেঁধেই এই কোম্পানিগুলি মহাকাশযান নির্মাণ করছে। নাসার জন্য বাণিজ্যিক মহাকাশ অভিযান নির্মাণের এই প্রকল্প প্রায় এক দশক আগে তত্‍কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) পরামর্শে শুরু হয়। তার আগে নাসা নিজেই যাবতীয় রকেট ও মহাকাশ যান নির্মাণ করত।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল