অ্যাপশহর

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশে জমিয়তের দল

চট্টগ্রামের কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার বাংলাদেশ যাচ্ছে জমিয়তে উলেমায়ে হিন্দের এক প্রতিনিধিদল৷

EiSamay.Com 26 Sep 2017, 12:26 pm
এই সময়: চট্টগ্রামের কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার বাংলাদেশ যাচ্ছে জমিয়তে উলেমায়ে হিন্দের এক প্রতিনিধিদল৷ এই উদ্দেশ্যে সোমবার রাতে কলকাতায় আসেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি৷ রাতেই তিনি এই পরিস্থিতি নিয়ে কথা বলবেন জমিয়তে উলেমায়ের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরির সঙ্গে৷
EiSamay.Com myanmar rohingya refugees future unclear as bangladesh registers flood of arrivals
রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশে জমিয়তের দল


সংগঠন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র পরিস্থিতি খতিয়ে দেখাই নয়, বাংলাদেশে রোহিঙ্গাদের প্রয়োজনীয় ত্রাণ ও অস্থায়ী পুনর্বাসনেও সহায়তা করতে চায় জমিয়তে উলেমায়ে হিন্দ৷
প্রাণভয়ে মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন প্রায় আট লাখ রোহিঙ্গা৷ মানবিক কারণে উদ্বাস্ত্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেও তাদেরকে ফেরানোর দায়িত্ব মায়ানমার সরকারকেই নিতে হবে, এটাই বাংলাদেশ সরকারের ঘোষিত অবস্থান৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন কয়েক আগেই জানিয়েছিলেন, বাংলাদেশ যদি ১৬ কোটি দেশবাসীর খাওয়ার ব্যবস্থা করতে পারে, তবে শরণার্থী আরও ৮ লাখ মানুষের খাওয়ার ব্যবস্থা করতে পারবে৷ তবে, তাদের নাগরিকত্ব দিয়ে মায়ানমারে ফেরানোই রোহিঙ্গা সমস্যার সমাধান বলে মনে করে বাংলাদেশ৷

সিদ্দিকুল্লা চৌধুরি জানান, ভারত বরাবরই শরণার্থীদের আশ্রয় দিয়ে এসেছে৷ এটাই এ দেশের পরম্পরা৷ সেই অবস্থানই বজায় রাখা উচিত ভারতের৷ তবে শুধুমাত্র সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখাই নয়, যত দিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকবেন, তত দিনের জন্য তাদের প্রয়োজনীয় ত্রাণ এবং পুনর্বাসনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় জমিয়তে উলেমায়ে হিন্দ৷

তিনি জানান, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী কলোনি তৈরি এবং ত্রাণ সামগ্রী পাঠানো নিয়ে ভারত এবং বাংলাদেশ-দুই সরকারের সঙ্গেই কথা চলছে৷ দুই দেশের সরকারের কাছ থেকে সবুজ সংকেত মেলার পরেই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে৷ সংগঠন সূত্রে জানা গিয়েছে, আজ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক-সহ দুই সদস্যের এক প্রতিনিধিদল বাংলাদেশ যাচ্ছে৷ বুধবার যাবেন আরও দুই সদস্য৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল