অ্যাপশহর

সর্বনাশ! ডার্ক ওয়েবের মুঠোয় ১৩ লাখ ভারতীয় ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য

২৮ অক্টোবর তথ্যের এই স্তূপের হদিশ পান গবেষকরা। গ্রুপ-আইবি জানিয়েছে, এর মধ্যে কিছু কার্ড বিক্রি হয়েছে ১০০ ডলারে। গোদা হিসেবে, মোট হ্যাক করা তথ্যের মূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ডলারের আশপাশে। গবেষকদের দাবি, ডার্ক ওয়েবের ইতিহাসে এটিই সবচেয়ে দামি ডেটাবেস আপলোড।

EiSamay.Com 31 Oct 2019, 2:52 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ডার্ক ওয়েবে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে ১৩ লাখেরও বেশি ভারতীয় ডেবিট ও ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য। সম্প্রতি চমকে দেওয়ার মতো এই খবর জানিয়েছে সিঙ্গাপুরের এক সাইবার নিরাপত্তা সংস্থা 'গ্রুপ-আইবি'। জানা গিয়েছে, হ্যাক করা ওই তথ্যরাজি বিক্রি করার উদ্যোগ নিয়েছে ডার্ক ওয়েবসাইট 'জোকার্স স্ট্যাশ'।
EiSamay.Com (representative image)
(প্রতীকী ছবি)


গত ২৮ অক্টোবর তথ্যের এই স্তূপের হদিশ পান গবেষকরা। গ্রুপ-আইবি জানিয়েছে, এর মধ্যে কিছু কার্ড বিক্রি হয়েছে ১০০ ডলারে। গোদা হিসেবে, মোট হ্যাক করা তথ্যের মূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ডলারের আশপাশে। গবেষকদের দাবি, ডার্ক ওয়েবের ইতিহাসে এটিই সবচেয়ে দামি ডেটাবেস আপলোড। তবে এই মুহূর্তে কার্ডগুলি সম্পর্কে তথ্য ঠিক কোন সূত্র থেকে পাওয়া গিয়েছে, তা জানা যায়নি।

কার্ডের তথ্য বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে।


গ্রুপ-আইবি সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও ইলিয়া সাশকোভ জানিয়েছেন, ভারতীয় উপমহাদেশ থেকে এই ধরনের তথ্য আপলোডের নজির বিশেষ নেই। সাইবার নিরাপত্তা দফতরকে বিষয়টি সম্পর্কে জানিয়েছে গ্রুপ-আইবি।

কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁস হয়েছে, সে সম্পর্কে এখনও পর্যন্ত সবিস্তারে জানা যায়নি। তবে আইবির দাবি, ফাঁস হওয়া অ্যাকাউন্টের ১৮ শতাংশেরও বেশি একটি নির্দিষ্ট ভারতীয় ব্যাংকের।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল