অ্যাপশহর

তুই এত সুন্দর কেন? ঈর্ষায় মডেলবালাকে ১৪০ বার কোপাল দিদি

হিংসার বশে মুপারমডেল বোনকে কুপিয়ে খুন করলেন দিদি। শুধু হত্যাই নয়, নিহত বোনের চোখ উপড়ে ও দুই কান কেটে বাদ দিয়ে ক্ষোভ মেটালেন মাদকাসক্ত যুবতী।

EiSamay.Com 6 Apr 2017, 5:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হিংসার বশে মুপারমডেল বোনকে কুপিয়ে খুন করলেন দিদি। শুধু হত্যাই নয়, নিহত বোনের চোখ উপড়ে ও দুই কান কেটে বাদ দিয়ে ক্ষোভ মেটালেন মাদকাসক্ত যুবতী।
EiSamay.Com model stabbed 140 times by elder sister
তুই এত সুন্দর কেন? ঈর্ষায় মডেলবালাকে ১৪০ বার কোপাল দিদি


মেট্রো স্টেশনে জঙ্গি হামলার ক্ষত শুকানোর আগেই ব্যক্তিগত হিংসার নৃশংস নজিরের সাক্ষী থাকল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। শহরের এক আবাসন থেকে উদ্ধার হল সতেরো বছরের মডেল স্তেফানিয়া দুব্রোভিনার ক্ষত-বিক্ষত দেহ। মোট ১৪০ বার ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া তাঁর চোখ উপড়ে ও দুই কান কেটে বাদ দেওয়া হয়েছে। অভিযোগের তির স্তেফানিয়ার দিদির দিকে।

গোয়েন্দাদের দাবি, ঘটনার দিন পরিচিত এক ব্যক্তির ফ্ল্যাটে উপস্থিত ছিলেন দুব্রোভিনা বোনেরা। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি পানীয় কিনতে ফ্ল্যাটের বাইরে গেলে ছোট বোনের উপর ঝাঁপিয়ে পড়ে আততায়ী। অনুমান, সেই সময় সে মাদকের নেশায় চুর ছিল। ফ্ল্যাটের মালিক ফিরে এসে সব জানতে পেরে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

জানা গিয়েছে, ছোট বোনের সফল মডেলিং কেরিয়ার দেখে হিংসে করতেন দিদি। যদিও তাকে অনুকরণ করেই চুল বাঁধা ও প্রসাধন করতেন তিনি। স্তেফানিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ রাশিয়ার মডেলিং দুনিয়া।

# The 17 year old model, a well known native of St Petersburg, Russia, was killed in the flat of an unnamed man.
# The police have informed that her body had been badly cut and the accused is currently in police custody.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল