অ্যাপশহর

পর্বতদেবের সামনে নগ্ন HOT কন্যা, ক্ষিপ্ত আদিবাসীরা

পবিত্র পাহাড়চূড়ায় নগ্ন ফোটো সেশন করে বিতর্কে প্লেবয় মডেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে মাওরি উপজাতিদের কোপে পড়লেন সুন্দরী।

EiSamay.Com 3 May 2017, 10:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্থানীয় অধিবাসীদের বিচারে পবিত্র পাহাড়চূড়ায় নগ্ন ফোটো সেশন করে বিতর্কে প্লেবয় মডেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে মাওরি উপজাতিদের কোপে পড়লেন সুন্দরী।
EiSamay.Com model infuriates maori people with nude photo on top of sacred mountain
পর্বতদেবের সামনে নগ্ন HOT কন্যা, ক্ষিপ্ত আদিবাসীরা


নিউ জিল্যান্ডের মাউন্ট তারানাকি পাহাড়ের উপর নগ্ন ফোটোসেশনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মাওরি উপজাতির ক্ষোভের মুখে পড়েছেন প্লেবয় মডেল জেলিন কুক। তাঁর এই পোস্ট দ্বীপরাষ্ট্রের আদি বাসিন্দাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসে আঘাত দিয়েছে বলে অভিযোগ।

কিছু দিন আগে তারানাকি আগ্নেয়গিরির চূড়ায় উঠেছিলেন জেলিন ও তাঁর সঙ্গী জোশ শ। মেঘে ঢাকা চরাচরকে প্রেক্ষাপট করে নগ্ন ফোটো শ্যুট করেন ওই প্লেবয় মডেল। পরে সেই ছবি তিনি ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৩ লক্ষ ভক্তের সঙ্গে শেয়ার করেন। আর এতেই চটেছেন মাওরিরা।

আসলে মাওরি বিশ্বাসে তারানাকি পাহাড় অত্যন্ত পবিত্র। এই পাহাড়কে তাঁদের জাতির প্রতিষ্ঠাতার সমাধিস্থল হিসাবে গণ্য করা হয়। অনেকের মতে পাহাড়টি স্বয়ং দৈব উপস্থিতির সমার্থক। এর চূড়ায় ওঠা মাওরিদের কাছে চূড়ান্ত অবমাননা। তার উপরে সেখানে নগ্ন ছবি তুলে আদি বাসিন্দাদের ধর্মবিশ্বাস ও সাংস্কৃতিক মননকে অপমান করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

তবে তাতে আদৌ দমেননি জেলিন। মডেল কন্যার দাবি, তারানাকি পাহাড়ে চড়ার আগে তিনি দস্তুর মতো গবেষণা করেছেন। তাঁর মতে, ওই পাহাড়ের উপর নগ্ন ছবি তুলে তিনি কোনও অন্যায় করেননি। তবে তাঁর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মাওরি মুখপাত্র ডেনিস গাওহারে জানিয়ে দিয়েছেন, 'এটা আসলে পাশ্চাত্য ধারণা এবং প্রাচীন ঐতিহ্য ও আদর্শের সংঘাত চাড়া কিছু নয়।'

# Jaylene Cook shared "inappropriate" picture from Mount Taranaki.
# Jaylene Cook was slammed by the local Maoris for being 'culturally insensitive' after she shared the "inappropriate" snap.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল