অ্যাপশহর

ফ্যাসিজমকে দূরে রাখতে মিয়ার হাতিয়ার রসালো গোলাপজাম, ভাইরাল ভিডিও

ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে রস। স্বর্গীয় স্বাদে মজে মিয়া (Mia Khalifa)... নয়া ভিডিও টুইট করে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রাক্তন পর্নস্টার... এবারও টুইটের কেন্দ্রে ভারত (India)..

EiSamay.Com 8 Feb 2021, 7:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া অবতারে মিয়া খলিফা (Mia Khalifa)। চোখ বুজে মজে স্বর্গীয় স্বাদে। ফের ভারত নিয়ে নয়া টুইটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন প্রাক্তন পর্ন অভিনেত্রী। ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন মিয়া। ট্রোলারদের জবাব দিতে একদা অ্যাডাল্ট ফিল্মের জনপ্রিয় স্টার বেছে নিলেন অভিনব রাস্তা। ফ্যাসিজম(Facism) - প্রসঙ্গ উত্থাপন করে নাম না করে করলেন কটাক্ষও। আক্রমণ সত্ত্বেও এখনও যে তিনি কৃষকদের পাশে তা আরও একবার স্পষ্ট করলেন মিয়া।
EiSamay.Com mia khalifa
Mia Khalifa (Courtesy: Instagram)


ভারতীয় ইস্যুতে কথা বলে ট্রোলারদের নিশানায় মিয়া খলিফা। ভারত যে মিয়ার খুব পছন্দের তা আরও একবার বুঝিয়ে দিলেন এই জনপ্রিয় তারকা। মিয়ার প্লেট ভরা ভারতীয় খাবার। স্পাইসি পোলাওয়ের সঙ্গে সিঙাড়া ও গুলাব জামুন খেতে খেতে ভিডিও পোস্ট করলেন প্রাক্তন পর্নস্টার। ভিডিওতে বলেন,'এত সুন্দর খাবারের জন্য ধন্যবাদ। জগমিত সিংকে এই গুলাব জামুনের জন্য ধন্যবাদ। খাওয়ার পরে খেলে পেটে আর মিষ্টির জন্য জায়গা বাঁচে না। তাই খাওয়ার মাঝেই এই মিষ্টি গুলাব জামুনটা খেয়ে নিলাম। দিনে একটা 'গুলাব' আশা করি ফ্যাসিজমকে দূরে রাখবে।'

'উপরওয়ালা খুশি হবেন', সন্তানের গলার নলি কেটে বললেন মা!
এখানেই শেষ নয়, ভারতীয় স্ন্যাকস সিঙাড়া খেতে মিয়া কতটা ভালবাসেন তাও স্পষ্ট এই ভিডিওতে। মিয়াকে কিনতে নাকি একটা সিঙাড়াই যথেষ্ট! তিনি বলেছেন, 'আমার দাম একটা সিঙাড়া। একটা সিঙাড়ার জন্য আমি নিজেকে বিক্রি পর্যন্ত করে দিতে পারি।' প্রাক্তন অ্যাডাল্ট স্টারের এই রসিক রূপে মজেছে নেট দুনিয়া।

ফাঁদ পেতে চলছিল পর্নগ্রাফির ব্যবসা, গ্রেফতার 'Gandii Baat' অভিনেত্রী গহনা বশিষ্ঠ

প্রসঙ্গত, দিন কয়েক আগে তরুণী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg), পপস্টার রিহানার (Rihanna) পর কৃষকদের সমর্থনে সরব হন মিয়াও। দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ (Farmers Protest) অবস্থানের একটি ছবি টুইট করে সমর্থন জানান প্রাক্তন পর্নস্টার। কৃষক আন্দোলনের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,‘ কী ঘটছে ওখানে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? ওরা দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে রেখেছে।’ বাকি আন্তর্জাতিক তারকাদের মতো সমালোচনায় বিদ্ধ হন মিয়াও।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল