অ্যাপশহর

মেলবর্নে করোনা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ৩২ কিমি পাড়ি বাটার চিকেনের জন্যে!

করোনার থাবায় জর্জরিত গোটা বিশ্ব। কীভাবে এই মারণ ভাইরাসকে কাবু করা যায় সেই উপায়ের খোঁজে গবেষক-বিজ্ঞানীরা। খোঁজ চলছে ভ্যাকসিনেরও। তারই মধ্যে নিয়ম ভাঙার খেলায় মেতেছেন সাধারণ মানুষ। ঠিক যেমনটা করলেন অস্ট্রেলিয়ার এই বাসিন্দা।

EiSamay.Com 20 Jul 2020, 12:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আপনি খাদ্য বিলাসি? বেশ, ভালো কথা। কিন্তু এই করোনা প্যানডেমিকের আবহাওয়ায় ঠিক কতদূর পর্যন্ত আপনি পাড়ি দিতে পারেন পছন্দের খাবারের খোঁজে? কী বললেন? না, এই সময়টায় বাড়ি বসেই দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন! কারণ আপনার মনে আক্রান্ত হওয়ার ভয় আছে? যদিও বর্তমান পরিস্থিতির দিকে নজর ফেরালে মনের এই ভয় একেবারেই অমূলক নয়, তবে এমন কিছু মানুষও আছেন, যাঁদের কাছে প্রিয় খাবারের প্রতি টান, হার মানায় করোন সংক্রমণের আতঙ্ককেও।
EiSamay.Com Melbourne man travels 32km to eat his favourite butter chicken heavily fined by authorities for breaking covid rules
৩২ কিমি পাড়ি বাটার চিকেনের জন্যে!


না অবাক হওয়ার কিছু নেই। কোনও গল্পকথা নয়। অস্ট্রেলিয়ার এক বাসিন্দা সব নিয়ম ভেঙেছেন পছন্দের খাবারের জন্যে। দ্য উইকএন্ড অস্ট্রেলিয়ানে প্রকাশিত একটি খবর অনুযায়ী মেলবর্নের এক বাসিন্দা সেখানকার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জারি করা স্টেজ থ্রি নভেল করোনাভাইরাস নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ৩২ কিমি পথ গাড়ি চালিয়ে পাড়ি দিয়েছিলেন শুধুমাত্র বাটার চিকেন খাওয়ার জন্যে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। তবে এই ভালোবাসার মাসুলও দিতে হল ওই ব্যক্তিকে। নিয়ম ভাঙার শাস্তি হিসেবে তাঁকে জরিমানা করা হল ১৬৫২ অস্ট্রেলিয়ান ডলারের। মেলবর্ন শহরের পশ্চিম প্রান্তের ওয়েরিবি থেকে সিডিবি যাওয়ার পথেই পুলিশের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি।

বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও করোনা সংকট রোধে কড়া নিয়ম ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু সেদেশেও এমন কিছু মানুষ আছেন যাঁরা নিয়মের তোয়াক্কা করেন না। এমনই প্রায় ৭৪ জনকে নিয়ম ভাঙার অপরাধে কড়া জরিমানা করা হয়েছে।

ভিক্টোরিয়ান প্রেমিয়ার ড্যানিয়েল অ্যান্ডুজ মেলবর্নের মানুষের কাছে আর্জি করেছেন এক্সারসাইজ করতে হলে বাড়ির আসপাশেই যেন তাঁরা করেন এবং সব নিয়ম মেনে চলেন।

এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে ১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার ৮৯৪। তারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ লাখ ৩৭ হাজার ৮৫১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ৯৮৭ জনের। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে আমেরিকা। সেদেশে কোভিড আক্রান্ত ৩৮ লাখ ৯৮ হাজার ৫৫০ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৮৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এদেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৯৯ হাজার ৮৯৬। মৃত্যু হয়েছে ৭৯ হাজার ৫৩৩ জনের।

পরের খবর