অ্যাপশহর

সাধারণ থেকেই ‘রাজকার্যে’ হ্যারিরা

বাকিংহ্যাম প্যালেস ছেড়ে বেরিয়ে আসার পর ব্রিটেনে এই প্রথম জনসমক্ষে এলেন হ্যারি-মেগান। বৃষ্টির মধ্যে দু’জনের হেঁটে আসার ছবি সামনে আসার পর রাজ-নার্গিসের সঙ্গে তুলনায় বসে পড়ে ভারতীয় সোশ্যাল মিডিয়া।

EiSamay.Com 7 Mar 2020, 12:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে লন্ডনের রাস্তায়। পাশাপাশি হেঁটে আসছেন প্রিন্স হ্যারি, মেগান মার্কেল। হ্যারির হাতে ছাতা। মেগানের হাত হ্যারির হাতে। ঠিক যেন ‘শ্রী ৪২০’-র রাজ কাপুর-নার্গিস। আর ব্যাকগ্রাউন্ডে ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’!
EiSamay.Com Meghan Markle and Prince Harry
পাশাপাশি হেঁটে আসছেন প্রিন্স হ্যারি, মেগান মার্কেল


বাকিংহ্যাম প্যালেস ছেড়ে বেরিয়ে আসার পর ব্রিটেনে এই প্রথম জনসমক্ষে এলেন হ্যারি-মেগান। বৃষ্টির মধ্যে দু’জনের হেঁটে আসার ছবি সামনে আসার পর রাজ-নার্গিসের সঙ্গে তুলনায় বসে পড়ে ভারতীয় সোশ্যাল মিডিয়া।

বৃহস্পতিবার রাতে জখম সেনানীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দম্পতি। ৩১ মার্চ ‘সিনিয়র রয়্যাল’-এর তকমা ঝেড়ে ফেলবেন হ্যারি-মেগান। তার আগে ডিউক এবং ডাচেস অফ সাসেক্স হিসেবে এটাই তাঁদের সরকারি অনুষ্ঠানে শেষ যোগদান ছিল।

‘মেট্রো’ পত্রিকায় প্রকাশিত রিপোর্ট বলছে, দম্পতিকে বৃষ্টির মধ্যে আমজনতার মতো হাঁটতে দেখে জনা পঞ্চাশ এগিয়ে আসেন। বেশিরভাগই প্রশংসা, হাততালিতে ভরিয়ে দেন। একমাত্র একজনকে দেখা যায় সমালোচনা করতে। সকালে বাকিংহাম প্যালেসে দেখা গিয়েছিল দু’জনকে। পরে ওয়েস্টমিনস্টারের গোরিং হোটেলে মধ্যাহ্নভোজে ছবি তুলতে দেখা যায় তাঁদের। দম্পতির মুখপাত্র বলেন, ‘ডিউক এবং ডাচেস হিসেবে দু’জনের সরকারি সাক্ষাতের পাশাপাশি ব্যক্তিগত ভাবে পৃষ্ঠপোষকদের সঙ্গেও বৈঠক করছেন দু’জনে।’

বৃহস্পতিবার নাতি হ্যারি বা নাতবৌ মেগানের সঙ্গে রানির দেখা হয়েছে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি বাকিংহাম প্যালেস। ৭ মার্চ রয়্যাল অ্যালবার্ট হলে মাউন্টব্যাটেন ফেস্টিভ্যাল অফ মিউজিক শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন দু’জনে। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে থাকার কথা মেগানের। ৯ মার্চ রানির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল