অ্যাপশহর

নিউ ইয়র্কের আবাসনে ভয়াবহ আগুন, মৃত ১২

ভয়াবহ অগ্নিকাণ্ড নিউ ইয়র্কের আবাসনে৷ ব্রংকসের একটি পাঁচতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ১২ জনের৷

EiSamay 30 Dec 2017, 11:43 am
নিউ ইয়র্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড নিউ ইয়র্কের আবাসনে৷ ব্রংকসের একটি পাঁচতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ১২ জনের৷ মৃতদের মধ্যে রয়েছে এক বছরের শিশুও৷ কী ভাবে আগুন লাগল , তা এখনও স্পষ্ট নয়৷ এই আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গলদ ধরা পড়েছিল আগেই৷
EiSamay.Com massive fire that killed 12 started by child playing with stove causing unprecedented loss
নিউ ইয়র্কের আবাসনে ভয়াবহ আগুন, মৃত ১২


নিউ ইয়র্কের ব্রংকস বরো গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের সাক্ষী হল৷ ব্রংকসের প্রসপেক্ট অ্যাভিনিউ ফর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় ও চিড়িয়াখানার মধ্যে পড়ে৷ এই রাস্তার উপর পাঁচতলা আবাসনটি৷ স্থানী সময় বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ আবাসনে আগুন লাগে৷ প্রথমে একতলায় আগুন লাগে , তার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য তলে৷ আগুন নিমেষে প্রকাণ্ড আকার ধারণ করে৷ বাড়ির একটা বড় অংশ গিলে নেয়৷ ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ৷ আবাসনে মোট ২৯টি ফ্ল্যাট৷ সেখানে থেকে সবাই নীচে নামার চেষ্টা করেন৷ অনেকেই আগুনের আঁচে আটকা পড়েন উপরেই৷ আগুনে পুড়ে , ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়৷ মৃতদের বয়স ১ থেকে ৬৩ বছরের মধ্যে৷ এক , দুই ও সাত বছরের তিন শিশু মৃতদের মধ্যে রয়েছে৷ দমকল বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়৷ আগুনে সাত দমকলকর্মী -সহ ১৪ জন আহত হয়েছেন৷ ১২ জনকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন দমকলকর্মীরা৷ অগ্নিদগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক৷

আবাসন থেকে যাঁরা নীচে নেমে আসতে সক্ষম হয়েছিলেন , তাঁরা প্রচণ্ড শীতের মুখে পড়েন৷ বৃহস্পতিবার আমেরিকার এই শহরের তাপমাত্রা হিমাঙ্কের ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম ছিল৷ এই অবস্থায় দীর্ঘ ক্ষণ খোলা আকাশের নীচে কাটাতে হয় আবাসিকদের৷ জ্বলতে থাকা আবাসনের কাছে রাস্তার ধারে বসে থাকতে হয়৷ প্রাণভয়ে অনেকেই পর্যান্ত গরম পোশাক ছাড়াই আবাসন থেকে বেরিয়ে এসেছিলেন৷ রেডক্রসের পক্ষ থেকে তাঁদের হাতে কম্বল , গরম পোশাক তুলে দেওয়া হয়৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান , ঠান্ডা এতটাই তীব্র ছিল যে , দমকলের পাইপ থেকে জল বেরিয়ে মাটিতে বরফ হয়ে পড়েছে ! নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিয়ো বলেন , ‘এত বড় বিপর্যয় বহুদিন দেখিনি৷ এটা ভাষায় প্রকাশ করার মতো নয়৷ ঘরছাড়া মানুষকে স্থানীয় স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ ’

দমকল কমিশনার ড্যানিয়েল নিগ্রো একসুরে বলেন , ‘বহু বহু বছর এ ধরনের ঘটনা ঘটেনি , এটা নির্দ্বিধায় বলা যায়৷ বিভিন্ন তলে আবাসিকদের মৃত্যু হয়েছে৷ মর্মান্তিক ব্যাপার৷ ’ এত বড় অগ্নিকাণ্ডের সাক্ষী থেকে কথা হারিয়ে ফেলেছেন আবাসনের বাসিন্দারা৷ লুজ হার্নান্ডেজ থাকেন পাঁচতলায়৷ বলেন , ‘ধোঁয়া ক্রমশ ঘিরে ধরছিল আমাদের৷ কিছুই দেখা যাচ্ছিল না৷ কোনওরকমে স্বামী ও দুই ছেলেকে নিয়ে হাতড়ে নীচে নেমে এসেছি৷ ’ কী কারণে আগুন লেগেছে , তা খতিয়ে দেখছে প্রশাসন৷ তবে ১০০ বছরের পুরোনো এই আবাসনে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গলদ রয়েছে , গত অগস্টেই তা চিহ্নিত করা হয়েছিল৷ ধোঁয়া নির্ণয়ের যন্ত্রে গন্ডগোল ছিল৷ সেই কারণেই কি আগুন লাগার পরপরই টের পাওয়া যায়নি ? এই প্রশ্নের উত্তর খুঁজতে আবাসনের পরিচালন সমিতির সঙ্গে কথা বলবেন প্রশাসন৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল