অ্যাপশহর

তুরস্কে ফের দূতাবাসে হানা, এবার লক্ষ্য আমেরিকা

সকালে আঙ্কারায় আবার শোনা গেল গোলাগুলির শব্দ। হামলাকারীর নিশানায় এবার আমেরিকার দূতাবাস।

EiSamay.Com 20 Dec 2016, 2:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত তুরস্ক। মঙ্গলবার সকালে রাজধানী আঙ্কারায় আবার শোনা গেল গোলাগুলির শব্দ। হামলাকারীর নিশানায় এবার আমেরিকার দূতাবাস।
EiSamay.Com man detained in turkey after firing shots outside us embassy
তুরস্কে ফের দূতাবাসে হানা, এবার লক্ষ্য আমেরিকা


সোমবার ফোটো প্রদর্শনীর উদ্বোধনের সময় সাংবাদিক সম্মেলনে তুরস্কের এক পুলিশকর্মীর গুলিতে খুন হন রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে মারা যায় রাষ্ট্রদূতের হত্যাকারীও। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের গুলির আওয়াজে চমকে উঠল আঙ্কারা। মঙ্গলবার সকালে মার্কিন দূতাবাস চত্বরে শটগান থেকে পর পর আট রাউন্ড গুলি ছুড়ল এক ব্যক্তি। তবে গুলি কারও গায়ে লাগেনি। নিরাপত্তারক্ষীদের চেষ্টায় ধরা পড়েছে বন্দুকবাজ।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন সকালে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মার্কিন দূতাবাস চত্বরে ঢুকে পড়ে এক ব্যক্তি। আচমকা কোটের আড়াল থেকে শটগান বের করে সে শূন্যে গুলি ছুড়তে শুরু করে। কেউ হতাহত হওয়ার আগেই তাকে পাকড়ে ফেলেন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা।

ঘটনার জেরে তুরস্কের আঙ্কারা, ইস্তানবুল ও আদানা শহরে এদিন তাদের দপ্তর বন্ধ রাখার কথা ঘোষণা করেছে আমেরিকার দূতাবাস। জানা গিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, সোমবার রাতে এক ফোটো প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে দর্শকদের সামনে রশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে গুলি করে খুন করে এক তুর্কি পুলিশকর্মী। হত্যালীলার শেষে মঞ্চে দাঁড়িয়ে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দায় মুখর হয়েছিল সেই ব্যক্তি। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপত্তারক্ষীদের গুলিতে তারও মৃ্ত্যু হয়।

# A man was detained after he fired shots in front of US embassy in Ankara.
# The embassy said its mission in Ankaram, Istanbul and Adana will renain closed today.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল