অ্যাপশহর

রাত ১২টা থেকে ভোর ৬টা ইন্টারনেট 'ব্যান' করার পরিকল্পনা

মূলত, অনূর্ধ ১৭ ছেলেমেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ করা হতে পারে।

EiSamay.Com 14 Aug 2018, 12:27 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অনলাইন ভিডিয়ো ও সোশ্যাল মিডিয়ায় আসক্তি দূর করতে রাতভর ইন্টারনেট পরিষেবা ব্যান করার কথা ভাবছে মালয়েশিয়া সরকার।
EiSamay.Com video game addiction


পরিকল্পনা অনুযায়ী, রোজ রাত ১২টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
টিনএজাররা রাতভর যে ভাবে অনলাইন ভিডিয়ো গেম ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় বুঁদ হয়ে থাকছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে।

মন্ত্রীর ইঙ্গিত, মূলত, অনূর্ধ ১৭ ছেলেমেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ করা হতে পারে। তিনি জানান, টিনএজাররা দিনে এক থেকে দু-ঘণ্টার বেশি যাতে অনলাইন না থাকতে পারে, সে ব্যবস্থাই করা হবে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল