অ্যাপশহর

হট প্যান্টে আদালতে হাজির জেলবন্দি যুবতী, পোশাকে খাপ্পা জজ

কোনও প্যান্ট না পরা অবস্থায় তাঁকে আদালতে হাজির করে জেল কর্তৃপক্ষ। আদপে প্যান্ট একটা ছিল। কিন্তু তা এতই ছোট যে যুবতীর টি-শার্টের নীচে ঢাকা পড়ে গিয়েছিল।

EiSamay.Com 30 Jul 2016, 9:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দোকান থেকে জিনিসপত্র চুরির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন যুবতী। নিয়ম মতো তাঁর বিরুদ্ধে মামলা করার পর আদালতে পেশ করার আগে পর্যন্ত জেলে নিয়ে যেতে হয়। সেখানেই জেলের নির্দিষ্ট পোশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া এবং প্রয়োজন হল চিকিত্‍সার ব্যবস্থাও করা হয়। কিন্তু সে সব কিছুই পাননি ওই যুবতী। এমনকী তাঁর পরনে যা ছিল, সেই পোশাকেই বেশ কয়েকদিন স্নান না করে জেলের একটি সেলে মধ্যে কাটাতে হয়েছে তাঁকে। আর সেই অবস্থাতেই আদালতে নিয়ে আসা হয় তাঁকে। পোশাক দেখেই বিচারকের মাথা গরম।
EiSamay.Com louisville judge scorches officers for bringing half naked woman into courtroom
হট প্যান্টে আদালতে হাজির জেলবন্দি যুবতী, পোশাকে খাপ্পা জজ


কেন?

কোনও প্যান্ট না পরা অবস্থায় তাঁকে আদালতে হাজির করে জেল কর্তৃপক্ষ। আদপে প্যান্ট একটা ছিল। কিন্তু তা এতই ছোট যে যুবতীর টি-শার্টের নীচে ঢাকা পড়ে গিয়েছিল। আর তা দেখেই বিচারক অ্যাম্বার উল্ফ তো রেগে কাঁই। পরে যুবতীর আইনজীবী বিচারককে জানান এই একই অবস্থায় বিগত বেশ কয়েক দিন ধরেই জেলের এখটি সেলে রাখা হয়েছিল তাঁকে। এ কথা শোনার পর তখনই সরাসরি লুইসভিল মেট্রো জেলের প্রধান মার্ক বোল্টনকে ফোন করে তিনি জানতে চান এমন অনিয়ম কেন হয়েছে। রীতিমতো গলা তুলে তিনি বলেন, ‘ওয়াট দ্য হেল ইজ গোয়িং অন। আমি ওঁকে এখানেই রাখব যত ক্ষণ না আপনারা ওর পোশাকের ব্যবস্থা করছেন।’

জেলের ডেপুটি ডিরেক্টর ডোয়েন ক্লার্ক পরে বলেন, ‘এমনটা হওয়ার কথা ছিল না। তবু খোঁজ নিয়ে দেখছি কী করে হল।’ যুবতী অপরাধের জন্য ১০০ মার্কিন ডলার জরিমানা করেন বিচারক। তিনি আরও বলেন, ‘এটা খুবই অস্বাভাবিক। এর আগে আমি এমনটা কখনও দেখিনি।’ তিনি যুবতীর কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে আপনার সঙ্গে এমন ঘটনা ঘটেছে।’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল