অ্যাপশহর

‘ভগবান বুদ্ধ রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতেন’

প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ মায়ানমারের এমন কাজে দুঃখপ্রকাশ করলেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা।

EiSamay.Com 11 Sep 2017, 2:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা ভিটে-মাটি ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন সেনার ‘অত্যাচারে’। প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ মায়ানমারের এমন কাজে দুঃখপ্রকাশ করলেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। গত রবিবার তিনি বলেন, ‘ভগবান বুদ্ধ থাকলে রৌহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতেন।’
EiSamay.Com lord buddha would have helped rohingya muslims says dalai lama
‘ভগবান বুদ্ধ রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতেন’


মায়ানমার সীমান্তের কাছাকাছি রাখিন রাজ্যে সেনার অত্যাচারে প্রায় ৩ লক্ষ রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। গত ২৫ অগস্ট থেকে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনা। একের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনা এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাষ্ট্রপুঞ্জ মায়ানমার প্রশাসনকে আবেদন করেছে, যাতে এই হিংসা বন্ধ করা হয়।

রবিবার এ প্রসঙ্গে দালাই লামা বলেন, ‘এরা বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার করছে। এদের গৌতম বুদ্ধের কথা স্মরণ করা উচিত। এমন পরিস্থিতিতে ভগবান বুদ্ধ রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতেন। আমি এদের জন্য অত্যন্ত দুঃখিত।’

বিদেশমন্ত্রকও এ অঞ্চলের উদ্বাস্তুদের নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করেছে। ভারতের পক্ষ থেকে মায়ানমারের কাছে আবেদন করা হয়েছে, যাতে হিংসাশ্রয়ী অভিযান ছেড়ে মানুষের কল্যানকর কাজে মনোনিবেশ করে। তবে মায়ানমার জানিয়েছে, তারা সঙ্গত কারণেই রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান করছে। গত কয়েক বছর ধরে পুলিশ এবং সেনার ওপর হামলা চালাচ্ছে রোহিঙ্গারা। তার সঙ্গে অ-মুসলিম সম্প্রদায়ের মানুষদের খুন করেছে এবং তাঁদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল