অ্যাপশহর

নওয়াজের দলের বিরুদ্ধে প্রতিবাদ PoK-তে, পুড়ল পাক পতাকা

প্রতিবাদে তাঁরা পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানো ও দেশবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি পথও অবরোধ করেন।

EiSamay.Com 29 Jul 2016, 2:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকেই অগ্নিগর্ভ পাক অধিকৃত কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নীলাম উপত্যকা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (PML-N)-এর দল রিগিং করে ভোটে জিতেছে বলে দাবি করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জনতা। পোড়ানো হচ্ছে পাকিস্তানের পতাকা।
EiSamay.Com locals burn pakistan flag protest escalates in pok over rigged polls
নওয়াজের দলের বিরুদ্ধে প্রতিবাদ PoK-তে, পুড়ল পাক পতাকা


২১ জুলাইয়ের নির্বাচনে ৪১টি আসনের মধ্যে (PML-N) জেতে ৩১টি আসন। মুসলিম কনফারেন্স ও পাকিস্তান পিপলস পার্টি ৩টি করে আসনে জেতে। নওয়াজের দল ব্যাপক হারে ছাপ্পা ভোট দিয়ে জিতেছে বলে দাবি করেছেন স্থানীয় মানুষ। প্রতিবাদে তাঁরা পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানো ও দেশবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি পথও অবরোধ করেন।

পুলিশ বাধা দিতে গেলে বাধে তীব্র খণ্ডযুদ্ধ। জ্বালানো হয় টায়ার, কালি লেপা হয় (PML-N)-এর পোস্টারে। মুজফফরাবাদে (PML-N)-এর এক সদস্যের হাতে মুসলিম কনফারেন্সের সমর্থকের মৃত্যু হওয়ার পর থেকেই প্রবল বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছে মুজফফরাবাদ, কোটলি, চিনারি ও মীরপুরের মতো PoK-এর গুরুত্বপূর্ণ শহরগুলিতে। পাক অধিকৃত কাশ্মীরে শাসক দল সবসময় রিগিং করে ভোটে জেতে বলে অভিযোগ স্থানীয়দের।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল