অ্যাপশহর

দেখুন: সার্কাসের সিংহের আচমকা হামলায় মৃত ট্রেনার

কথায় আছে, আগুন নিয়ে খেলা করা উচিত নয়। প্রাণ পর্যন্ত যেতে পারে। কথাটি বোধহয় সিংহদের ক্ষেত্রেও খাটে।

EiSamay.Com 2 Dec 2016, 7:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কথায় আছে, আগুন নিয়ে খেলা করা উচিত নয়। প্রাণ পর্যন্ত যেতে পারে। কথাটি বোধহয় সিংহদের ক্ষেত্রেও খাটে। একটি ৪০০ পাউন্ড ওজনের আফ্রিকান সিংহের সামনে একটু বেচাল জীবনের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে তা দেখা গেল কায়রো-তে। মিশরের রাজধানীতে একটি প্রাইভেট সার্কাসের তাঁবুতে সিংহকে প্রশিক্ষণ করাতে গিয়ে প্রাণ হারালেন ট্রেনার।
EiSamay.Com lion fatally attacks animal trainer in circus
দেখুন: সার্কাসের সিংহের আচমকা হামলায় মৃত ট্রেনার


দেখুন ভিডিয়োটি:



উপস্থিত দর্শকরা এই ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। রোজকার মতো সিংহের খাঁচার সামনে তাঁরা জমা হয়েছিলেন ট্রেনারের বাহাদুরি দেখার জন্য। গোটা ঘটনাটি এক দর্শকের মোবাইলে রেকর্ডও হয়ে যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি নতুন ধরে আনা সিংহকে অন্যান্য সিংহদের সঙ্গে ট্রেনিং করাচ্ছিলেন ট্রেনার। হঠাত্ই্ ট্রেনিংয়ের ফাঁকে নতুন সিংহটি আক্রমণ করে বসে ট্রেনারকে। মাত্র কয়েক সেকেন্ড আক্রমণেই গুরুতর জখম হন তিনি। হাসপাতালে পৌঁছানোর সময় পর্যন্ত পাওয়া যায়নি। তার আগেই তাঁর মৃত্যু হয়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল