অ্যাপশহর

হার্ট অ্যাটাকে হারলেন ‘হার্টব্রেকার্স’-এর প্রতিষ্ঠাতা! এলভিসের মতোই মৃত্যু ‘শিষ্য’ টম পেটির

গুরু এলভিস প্রসলির মতোই হার্ট অ্যাটাকে মৃত্যু হল কিংবদন্তী রক সঙ্গীতশিল্পী টম পেটির।

EiSamay.Com 3 Oct 2017, 5:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গুরুর দেখানো পথে হেঁটেই সঙ্গীতকে জীবন হিসেবে বেছে নিয়েছিলেন। সুরের দুনিয়ায় প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। এক্ষেত্রেও চেষ্টা করেছিলেন, গুরু এলভিস প্রেসলির মতোই নিজেকে রক অ্যান্ড রোল-এর অবিংসাবিদত আইকন হিসেবে তুলে ধরা। আর মৃত্যুকেও বরণ করলেন একইভাবেই। গুরু এলভিস প্রসলির মতোই হার্ট অ্যাটাকে মৃত্যু হল কিংবদন্তী রক সঙ্গীতশিল্পী টম পেটি'র।
EiSamay.Com legendary rock star tom petty dead at 66
হার্ট অ্যাটাকে হারলেন ‘হার্টব্রেকার্স’-এর প্রতিষ্ঠাতা! এলভিসের মতোই মৃত্যু ‘শিষ্য’ টম পেটির




সোমবার প্রয়াত হন সাতের দশকে টম পেটি অ্যান্ড দ্যা হার্টব্রেকার্স-ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ৬৬ বছরের পেটির মৃত্যু-সংবাদ জানান ব্যান্ডের ম্যানেজার। ক্যালফর্নিয়াতে নিজের বাড়িতেই মৃত্যু হয় টম পেটির। তাঁর মৃত্যুতে শোকাহত বিশ্বের সঙ্গীত মহল।



ছোটবেলায় বাবার কাছে পিটুনির পর সঙ্গীতের মধ্যেই নিজের দুঃখ ভুলতেন টম। বহু সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন রক মিউজিকের এই আইকন। বলতেন, ‘সঙ্গীত নিরাপদ।’ সাতের দশকের শুরুতে পাকাপাকিভাবে সঙ্গীতের দুনিয়ায় প্রবেশ করেন। কিন্তু, টম পেটি অ্যান্ড দ্যা হার্টব্রেকার্স- ব্যান্ড প্রতিষ্ঠার পরই মূল সাফল্য পান পেটি। ১৯৭৮-এ ‘লিসেন টু হার হার্ট’ গানটি মার্কিন রক সঙ্গীতের সেরা হিটগুলির মধ্যে অন্যতম।



পরবর্তীকালে আলাদা হয়ে গেলেও, ২০১৭ সালে ব্যান্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে ফের একত্রিত হয় ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের সঙ্গে নিজের শেষ ট্যুর শুরু করেছিলেন পেটি। কিন্তু, তা শেষের আগেই প্রয়াত হলেন তিনি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল